আমাদের কথা খুঁজে নিন

   

না হেসে উপায় নাই!!! - ৪

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<< >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত। *** রেলওয়েতে চাকরির ইন্টারভিউ হচ্ছে। এক চটপটে ছেলেকে সবার পছন্দ হল। ইন্টারভিউ বোর্ডের প্রধান শেষ মুহূর্তে সেই ছেলেটিকে একটু বাজিয়ে নিতে চাইলেন___ : ধর, একটা দ্রুতগামী ট্রেন আসছে। হঠাৎ দেখলে লাইন ভাঙা।

ট্রেনটা থামানো দরকার। কী করবে তুমি? : লাল নিশান ওড়াব। : যদি রাত হয়? : লাল আলো দেখাব। : লাল আলো যদি না থাকে? : তা হলে আমার ছোট বোনকে ডাকব! : বোনকে! তোমার বোন এসে কী করবে? : কিছু করবে না। ওর অনেক দিনের শখ সরাসরি একটা ট্রেন-দূর্ঘটনা দেখার! *** : একতলা ও নয়তলা থেকে পড়ে যাওয়ার মধ্যে পার্থক্য কী? : নয়তলা থেকে পড়ে গেলে চিৎকার হয়: ‘আ—আ—আ—আ—বুম!’ আর একতলা থেকে পড়ে গেলে: ‘বুম!’ *** : কা‍লো মুরগী ও সাদা মুরগীর মধ্যে পার্থক্য কি? :কালো মুরগী সাদা ডিম দিতে পারে, কিন্তু সাদা মুরগী কালো ডিম দিতে পারে না!!! >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত।

>>> না হেসে উপায় নাই!!! >>> না হেসে উপায় নাই!!! - ২ >>> না হেসে উপায় নাই!!! - ৩  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।