আমাদের কথা খুঁজে নিন

   

এইচএচসি’র ফল প্রকাশ \ সিলেট শিাবোর্ডে পাশের হার কমেছে

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি। গত বুধবার উচ্চ মাধ্যমিক পরীার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সিলেট শিাবোর্ডে পাশের হার কিছুটা কমে এসেছে। এবছর পাশের হার ৭৫.৬৮ শতাংশ হলেও গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৭৬.১২শতাংশ। এদিকে সিলেট শিাবোর্ডে পাশের হার কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

গত বছর এ বোর্ডে জিপিএ- ৫ ছিল ৫৯৭ টি। এবার তা ৮৮৭ তে বেড়ে এসেছে। বুধবার সিলেট শিাবোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সিলেট শিাবোর্ডের পরীা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মনির উদ্দিন জানান, এবছর এইচএসসি পরীায় মোট ৩০ হাজার ৮৯৪ জন পরীার্থি অংশ নেয়। এর মধ্যে ২৩ হাজার ৩৮১ জন পরীায় উত্তীর্ণ হয়।

বিজ্ঞান বিভাগে ৫ হাজার ১৯৭ জনের মধ্যে পাশ করেছে ৪ হাজার ১৬৬ জন, মানবিক বিভাগে ১৯ হাজার ৯৩৯ জনের মধ্যে পাশ করেছে ১৪ হাজার ২৮৫ জন এবং বাণিজ্য বিভাগে ৫ হাজার ৭৫৮ জনের মধ্যে পাশ করেছে ৪ হাজার ৯৩০ জন। তম্মধ্যে বিজ্ঞানে ৬২০, মানবিকে ১২৩ এবং বাণিজ্যে ১৪৪ জন শিার্থী জিপিএ-৫ পেয়েছে। পাপশের হার অনুযায়ি এ বছর সিলেট শিা বোর্ডের সেরা ১০ শিা প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করেছে সিলেট ক্যাডেট কলেজ। ক্রমান্বয়ে জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট কমার্স কলেজ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল দি বাড্স রেসিডেন্সিয়্যাল মডেল কলেজ, হবিগঞ্জের বানিয়াচং শচিন্দ্র কলেজ, সিলেট সরকারি কলেজ, হবিগঞ্জ বৃন্দাবন কলেজ ও সিলেটর স্কলার্স হোম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.