আমাদের কথা খুঁজে নিন

   

নেন... মিস্টি খান।

এতকিছু ... ওই সিনেমার জন্যই... ডেইলি স্টার- স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফিল্মমেকিং ওয়ার্কশপ এর জন্য কিভাবে যেন নির্বাচিত হয়ে গেলাম। শো-রিল বা স্ক্রিপ্ট জমা দেবার শেষদিন ছিলো ৩০ জুন। ২৯ জুন অফিসে গিয়ে মনে হলো, জমা দেবো দেবো করে তিনমাস পার করলাম। আজ কিছু একটা করতেই হবে। না হলে শালা ফিল্মমেকিং ই ছেড়ে দেব।

পরদিন ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিতে আমার পাঁচ ছবি নিয়ে শো ছিলো। তাই পাঁচছবির ডিভিডিটা সাথে ছিলো। নেট থেকে টোটাল ভিডিও কাটার নামালাম। সব ছবি থেকে একটু একটু করে কাটলাম। আর কোন এডিটিং সফটওয়্যার না থাকায়, মুভিমেকারেই জোড়া লাগিয়ে তৈরী হলো পাঁচ মিনিটের শো-রিল।

দিলাম জমা। আমার পোস্ট যারা নিয়মিত পড়েন তারা দেবজ্যোতিকে চেনেন। দেবজ্যোতিও ফিল্ম সাবমিট করেছিলো। তার একটা ফিল্ম ছিলো ব্রেকআপ। সাতমিনিটের এক অসাধারণ ছবি।

মেকিংটা অসাধারণ। ইন্টারভিউ এর জন্য কল পেলাম। দেবজ্যোতি আগে আমি পরে। ইন্টারভিউ শেষে সে মুখ কালো করে বের হয়ে এল। সে তর্ক করেছে।

তাকে জিজ্ঞেস করেছে... হোয়াই ফিল্ম? ফিল্ম কেন? দেবজ্যোতি বলেছে, সন্তান গর্ভে আসার পর মা যেমন ব্যাথা অনুভব করেন, আমিও সেরকম চাপ ও ব্যাথা অনুভব করি ফিল্মের জন্য। দেবজ্যোত্যির মতে চলমান সবকিছূই ফিল্ম। সেটা নাটক হোক আর বিজ্ঞাপন হোক, পূর্নদৈঘ্য হোক আর স্বল্পদৈঘ্য হোক। কিন্ত প্রশ্নকর্তা এতে একমত নন। এভাবে দুজনের ভীষন তর্ক।

একপর্যায়ে তাকে ঘাড়ধাক্কা না দিয়ে রুম থেকে বের করে দেয়। এরপর দুজনের পর আমি। আমাকেও একই প্রশ্ন, হোয়াই ফিল্ম? ফিল্ম কেন? আমি বললাম, আমার কাছে ফিল্ম একটা দর্শন। মানে? অ্যাপিচ্যাটপং ভিরোসেথাকুল এর ফিল্ম যেমন তার নিজস্ব দর্শন। রিতুপর্ন ঘোষের ছবি যেমন তার নিজস্ব দর্শন।

আমার কছেও তাই। আপনার প্রিয় চলচ্চিত্রকার কে? শহীদুল ইসলাম খোকন আর? মাজিদ মাজিদি। উনি এদেশে খুব জনপ্রিয় না? উনার কোন ছবি পছন্দ? বারান জানতাম সবাই বলবে চিলড্রেন অব হেভেন এর কথা। তাই বারান এর কথা বললাম। ভদ্রলোক এ্টি দেখেননি।

তাই সাত মিনিট ধরে এ ছবির কাহিনী, প্রেক্ষাপট, মেকিং এসব বললাম। ভালো লাগছে আমি আর দেবজ্যোতি দুজনই নির্বাচিত হয়েছি। খারাপ লাগছে বেশকয়েকজন পরিচিত নির্মাতা বন্ধু কর্মশালাটা করতে পারবে না। প্রথম সিনেমাটা বনিয়েছিলাম, বাসা থেকে দাঁতের চিকিৎসার জন্য টাকা নিয়ে। দীর্য ছয়মাস দাঁতের যন্ত্রনায় ছটফট করেছি।

কোন শব্দ করিনি। আমি এবং দেবজ্যোতি আর কিছুই চাইনি। শুধু সিনেমা বানাতে চেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।