লেখক/কবি পর্তুগালের সেই কবি বন্ধু আজকে এই কবিতাটা পাঠালো আমার ব্লগে দিবার জন্য ! যে মানুষটা আচ্ছন্ন করেছে আমার ভাবনাকে সে আমার ঘুম কেড়ে নিলো তাই এবার জেগে ওঠার ইচ্ছে যে হলো এই দু'টি ঠোট বুঝি কেবল তোমারই জন্যে কেননা এদের তুমি জীবন দিয়েছ সাহসী মধুর ছোঁয়াতে তোমাকে দেখার পর হতে এরা তাই খুলে যায় ত্বরা না করে যাতে তুমি আরো বেশী ক্ষণ মজে থাকতে পার যেন মধুর কথনে তোমাকে বসে আনতে পারি যে চুমুকে এতটাই ভালোবাসো তুমি সে চুমুই দাওনা আমায় জীবন ভর তারাই তো তোমাকে প্রমাণ করে দেবে কাঁপন ধরাবে তোমার হৃদয়ে আর তাই নিজের নিঃশ্বাসকেও এক সময় বিরক্তিকর ঠেকবে ভেজা ঠোটে আরো বেশী অনুরাগের চাষ হবে আমার ঠোটও যাবে তোমার দখলে আর তোমার গুলোও আমার হবে মাংসেরা আঁকবে প্রলোভনের হলরেখা, সীতা যদিও ক্ষণিকের জন্য আশ্রয় হারাবে তারা তারপর খসে যাওয়া সেই সব ঘন লালের প্রলেপে ঝলসে যাবে সেই চুমু, তোমার ভালবাসার চুমুতে কবিতা প্রেমিরা একটু ধৈর্য নিয়ে দেখে আসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।