আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর সুবিবেচক কন্যাকে অভিনন্দন

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা ডা মুনতাসির মারুফ লিখেছেন " অটিজম-আক্রান্ত শিশুর বিকাশের তিনটি প্রধান ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখা দেয়। এগুলো হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, যোগাযোগ ও আচরণ এবং আগ্রহ। " " অটিস্টিক শিশুরা সামাজিক সম্পর্ক তৈরি করতে ব্যর্থ হয়। " "ভাষা অথবা অভিব্যক্তির মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অটিস্টিক শিশুদের দক্ষতার কমতি দেখা যায়। " "অটিস্টিক শিশু অহেতুক বা উদ্দেশ্যহীনভাবে একই আচরণ বারবার করতে থাকে।

" বাংলাদেশে "‘অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিস ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ সেমিনার উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি, তিনি ভারতের অটিজম একশনের প্রধান পৃষ্ঠপোষক , অন্যদিকে অটিজম-সংক্রান্ত বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির প্রধান সায়মা ওয়াজেদ হোসেন, তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যাগ্রস্তদের প্রাতিষ্ঠানিক বিশেষায়িত শিক্ষা ও সামাজিকীকরণের কাজে প্রশিক্ষিত। উদ্যোগটি মহৎ, বাংলাদেশে অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন অটিজম আক্রান্ত শিশুদের কষ্ট লাঘবে এবং তাদের অধিকার আদায়ে প্রয়োজনীয় সামাজিক ও আইনি পরিকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। দ্রুত সম্ভব এ বিষয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা বাংলাদেশ। বর্তমানের পরিসংখ্যানে বিশ্বের সকল শিশুর প্রায় ১ শতাংশ অটিজমআক্রান্ত, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, অন্যান্য দেশে অটিজময়াক্রান্ত শিশুরা বিশেষায়িত স্কুলে পড়াশোনা করে দীর্ঘ প্রশিক্ষণে নিজেকে সমাজের সাথে মানিয়ে নিতে শিখে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন, এখানে অটিজম আক্রান্ত শিশুরা বড় হয় রাজনৈতিক দলের কর্মী হয়। প্রধানমন্ত্রীকন্যা যদিও বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় কমিটির প্রধান কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অটিস্টিক সংগঠনের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী।

সায়মা হোসেনের পরামর্শে তার অটিজম বিষয়ক অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি পেলে তিনি উপলব্ধি করতে পারবেন তিনি কতদিন থেকেই আসলে অটিজমআক্রান্ত ব্যক্তিদের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। অটিস্টিক শিশু অহেতুক কিংবা উদ্দেশ্যবিহীন ভাবে একই আচরণ বারবার করতে থাকে এবং তার নিয়মিত রুটিনের বাইরে যেকোনো ঘটনা ঘটলে তারা বিরক্ত হয়, ক্ষেত্র বিশেষে সহিংস হতে পারে, বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদেরও মানসিক গঠম এমনটাই, তারা দীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণের পরেও সামাজিক যোগাযোগের ক্ষমতা অর্জন করতে পারে নি, তারা উদ্দেশ্যবিহীনভাবে অকারণে চাঁদাবাজি ,টেন্ডারবাজী এবং সন্ত্রাসী কার্যকলাপ অব্যহত রেখেছে, তাদের এই অভ্যস্ত রুটিন বাধাগ্রস্ত হলে তারা সহিংস হয়ে উঠে এবং রুটিনে বত্যয় ঘটানো ব্যক্তির উপরে চড়াও হয়, কোনো কোনো ক্ষেত্রে এমন আচরণ প্রাণঘাতীও হয়ে থাকে। প্রধানমন্ত্রী ছাত্রলীগের অব্যহত অনবরত সন্ত্রাসী কার্যকলাপে ত্যক্তবিরক্ত হয়ে দলটির অভিভাবকত্ব গ্রহন করতে অসম্মত হয়েছিলেন, তখন অনশন করে, কাকুতি মিনতি করে তাকে সভানেত্রীর পদে বহাল রাখে ছাত্রলীগের অটিস্টিক নেতারা। অটিস্টিক শিশুদের পিতা মাতা ও পরিচিত মানুষদের অটিস্টিক শিশুর সাথে কি ধরণের আচরণ করতে হবে তা শেখানো হয়, অন্যান্য দেশে শিশুর ঘনিষ্ঠ জনদের মানসিক বিশেষজ্ঞগণ এ পরামর্শ ও প্রশিক্ষণ দিলেও বাংলাদেশ যেহেতু বিশ্বের অগ্রসর দেশগুলোর অন্যতম তাই এই প্রশিক্ষণ দেওয়ার ভার গ্রহন করেছে বাংলাদেশের পুলিশ, তারা সাধারণ মানুষদের ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে অভ্যস্ত হতে বলছে এবং নিজেদের নিষ্ক্রিয়তায় সেটা প্রমাণও করছে। তারা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ গ্রহন করেন না।

মানুষ এভাবে নিজেরাও অটিস্টিক হয়ে উঠছে, বাংলাদেশের অধিকাংশ নাগরিকই এখন অটিজম আক্রান্ত শিশুর মতো কারো চোখে চোখ রেখে কথা বলতে পারেন না, তারা চোখ লুকিয়ে বেরান। সায়মা ওয়াজেদ হোসেন পুতুল আমাদের সমস্যা ভালোভাবে উপলব্ধি করেছেন, তিনি বিদেশী বিশেষজ্ঞ আমাদের আধি- ব্যধি তিনিই সবচেয়ে ভালো বুঝতে পারবেন। সে কারণেই তিনি তার মাতাকে অটিজম বিষয়ে বিশেষ উদ্যোগ নিতে চাপ প্রদান করছেন, অটিস্টিক নাগরিকদের প্রধানমন্ত্রীকে নিশ্চিত ভাবেই অটিস্টিক মানসিকতা বুঝতে হবে। [ আমার আক্ষেপ একটাই আমাদের এসকল জনকল্যানমুখী বিষয়গুলোতে বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের অপ্রতুলতা, আমাদের দেশে কি অটিজম বিশেষজ্ঞের অভাব ? প্রধানমন্ত্রীতনয়াকে কেনো কানাডা থেকে ছুটে এসে এ কমিটির দায়িত্বভার গ্রহন করতে হবে? আমাদের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রবাসী, আমাদের আইটি বিশেষজ্ঞ ও উপেদেষ্টা প্রবাসী, আমাদের অটিজম বিষয়ক জাতীয় কমিটির সভানেত্রী প্রবাসী, আমাদের দেশে তাহলে আছে কি? ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.