আমাদের কথা খুঁজে নিন

   

রোম পুড়ছে আর নিরু বাঁশি বাজাচ্ছে

রোম পুড়ছে আর নিরু বাঁশি বাজাচ্ছে। প্রিয় ব্লগার, প্রিয় পাঠক, একবার ভেবে দেখেছেন কি? দেশের অবস্থাটা কি? সব কথা বলা যায় না। সব কথা লেখাও যায় না। কারণটাও কি বলে দিতে হবে? জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট নয় কি? আবার ভারতের প্রতি এতই তোষামোদী অথচ জীব- জানুয়ারের মতো বাংলাদেশী নিরহ মানুষদের সীমান্ত এলাকায় বিএসএফ এর হত্যাকান্ড বন্দ করা যাচ্ছে কেন? চিকিৎসা ভিসায় (ভারত) গেলে তারা কি হয়রানীমূলক সমস্যা সৃষ্টি করে রেখেছে তা খোঁজ রেখেছেন কি? বাংলাদেশী টাকার মান এত নিম্নে গেল কেন? এখন ১০০ টাকায় পাওয়া যায় ৫২/৫২.৫০ রুপি কেন? রেমিট্যান্স আর বাণিজ্য ঘাটতির কথা নাই বা বললাম। রোম পুড়ছে আর নিরু বাঁশি বাজাচ্ছে বলতে গিয়ে তা আজ আর বলায় হ'ল না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।