আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৫০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৬৩ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়।

পাঁচ মিনিটে সূচক ৪৭ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম কমেছে, বেড়েছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ২৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, বিএসসিসিএল, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, তিতাস গ্যাস, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, স্কয়ার ফার্মা প্রভৃতি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।