আমাদের কথা খুঁজে নিন

   

কাল এইচএসসি'র ফল প্রকাশ

আগামীকাল বুধবার প্রকাশিত হবে ২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এদিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে ফল প্রকাশের এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এরআগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দেশের ১০টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় এ সময়ের আগেই এবার ফল প্রকাশ করা হচ্ছে।

গত ৫ এপ্রিল শুরু হয়ে এইচএসসি'র তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছিলো ৩১ মে। পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ৩০ জুলাই ৬০ দিন পূর্ণ হবে। জানা গেছে, এ বছর থেকে 'পেপারলেস (কাগজহীন)' ফল প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে। বোর্ড প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে সংগ্রহ করে প্রকাশ করতে হবে। এজন্য প্রতিষ্ঠানগুলোকে http://www.educationboard.gov.bd ওয়েবসাইটের webmail ব্যবহার করে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড (ইআইআইএন) এর মাধ্যমে ফল ডাউনলোড করতে হবে।

প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ঠিকানা http://www.educationboard.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। এছাড়া এসএমএস'র মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। এছাড়া এ বছর শীর্ষ প্রতিষ্ঠান বাছাইয়ের জন্য নতুন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। এ পদ্ধতিতে ৫টি প্যারামিটার রয়েছে।

প্যারামিটারগুলো হলো, নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এ সংখ্যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৬৮ বেশি। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ২৯ হাজার ৬১৯ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৭৬ হাজার ৯৫৭ এবং কারিগরি বোর্ডে ৬৮ হাজার ৯৬১ জন পরীক্ষায় অংশ নিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ডিআইবিএস-এ (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৩ হাজার ৯০৪ জন পরীক্ষা দিয়েছে। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ১১৭ জন। এছাড়া রাজশাহী বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ১৩৫ জন, কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৬৩ হাজার ৩৯, যশোর বোর্ডে পরীক্ষার্থী ৮৭ হাজার ৮৪০, চট্টগ্রাম বোর্ডে ৪৮ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বরিশাল বোর্ডে পরীক্ষার্থী ছিল ৩৬ হাজার ৩৪২ জন।

সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৯৬৫ এবং দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ১০৬ জন। দেশের বাইরে আবুধাবী, লিবিয়া, কাতার, সৌদিআরবের জেদ্দা ও রিয়াদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৯১ জন। - শীর্ষ নিউজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।