আমাদের কথা খুঁজে নিন

   

না হেসে উপায় নাই!!! - ৩

>>>বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙ্গে পড়ে, ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়...<<< >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত। *** কোচ বলছেন খেলোয়াড়কে, ‘তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর অভিশাপ দিচ্ছিলে? এ কথা কি সত্য?’ খেলোয়াড়: না স্যার, পুরোপুরি সত্য না। কোচ: তাহলে কতটুকু সত্য? খেলোয়াড়: "আমি ঘুমাচ্ছিলাম"—এটা মিথ্যা! *** ঢাকা থেকে গ্রামে বাবার কাছে পাঠানো চিঠিতে লিখল ছেলে, ‘আব্বাজান, মনে হয় দেশে থেকেও আমি যেন তোমাদের থেকে আজ অনেক দূরে, কোন এক পরদেশে পড়ে আছি। আচ্ছা আব্বা, ৫০০ টাকার নোটে আহসান মঞ্জিলের ছবি কি এখনো আছে? অনেক দিন হলো দেখি না তো…!’ *** বাবা তার ছোট্ট বাচ্চাকে ভোর বেলা ঘুম থেকে জাগানোর জন্য ডাকছে..... বাবা: বাবু তাড়াতাড়ি উঠ, সূর্য মামা উঠে পড়েছে তুমিও উঠে পড়..... কিছুক্ষণের মধ্যে বাচ্চাটি ঘুম থেকে উঠল, এবং তার বাবাকে জিজ্ঞাসা করল,,, বাবু: আচ্ছা বাবা, এই যে সকাল বেলা সূর্য মামা উঠার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়ি কিন্তু সন্ধ্যা বেলা যখন সূর্য মামা ঘ‍ুমাতে যায় তখনতো আমরা ঘুমাতে যায় না...[!]??? >>> এই পোস্টের সকল কৌতুক এবং ছবি ফেবুকের অসম্ভব হাসির পেইজ “না হেসে উপায় নাই (Naa hashe upay nai)" থেকে সংগৃহীত। >>> না হেসে উপায় নাই!!! >>> না হেসে উপায় নাই!!! - ২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।