আমাদের কথা খুঁজে নিন

   

রমজানে অফিস সময় ঘোষণা

সবুজের জন্য ভালবাসা । রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ সূচি ঘোষণা করা হয়। গত সপ্তাহে মন্ত্রিসভা রমজানের অফিস সূচি অনুমোদন করে। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে দেশের সব সরকারি অফিস প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত— থাকবে নামাজের বিরতি।" আদেশে বলা হয়, ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য অতি জরুরি সার্ভিস প্রতিষ্ঠানে তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।