আমাদের কথা খুঁজে নিন

   

Blogsopt বা ফ্রি ব্লগার এর সাইট ওপেন না হওয়ার সমস্যার সমাধান (শুধু মাত্র ফায়ার ফক্স ব্যাবহার কারিদের জন্য)

© শিবলী আজ টেকি মামুন ভাই এর একটা পোষ্ট নজরে আসলো। ফ্রি ব্লগার সাইটে Proxy বদল করে ঢোকা সম্পর্কে। তবে উনি অপেরা প্রেমিক বলে ফায়ার ফক্সকে গুরুত্ব দেন নি। যাই হক ঐখানের সব গুলা মন্তব্য দেখি ফায়ার ফক্স এ কেমন করে Proxy বদল করে জানতে চাচ্ছে। তাই আজকের এই টিউটোরিয়াল।

১ম ধাপ: ফায়ার ফক্স নিজের ইচ্ছা মত করে নেয়া যায় এর বিশাল এডঅনস্ ভাণ্ডার এর বদৌলতে। তাই সবার আগে FoxyProxy এডঅনস্ টি ইনিস্টল করে নিন। আশা করি এই সম্পর্কে কিছু লেখার দরকার নাই। ২য় ধাপ: এবার আপনাকে কিছু Proxy যোগ করতে হবে তার জন্য। সবার আগে freeproxylists.net এ গিয়ে আপনার পছন্দের কিছু আইপি বাছুন।

শুধু IP Address এবং Port অন্য জায়গায় কপি করে নি। একাধিক আইপি এড্রেসও ব্যাবহার করতে পারবেন। ৩য় ধাপ: FoxyProxy এর আইকন এ ডানবটম ক্লিক করে options এ যান। Add a new proxy বাটনে ক্লিক করুন। তারপর Host IP Address এ আইপি এড্রেস এবং Port এর জায়গায় পোর্ট এর নাম্বার গুলা বসিয়ে দিন।

এইবার OK করুন। এই ভাবে একাধিক Proxy যোগ করতে পারবেন। ৪র্থ ধাপ: সবার শেষে FoxyProxy এর আইকনে ডান বটম দিয়ে ক্লিক করে আপনার পছন্দের আইপি সিলেক্ট করুন। আর যদি মনে করেন এখন আমি নিজের IP Address ব্যাবহার করবো তবে Completely disable FoxyProxy সিলেক্ট করুন। এইবার একটা ফ্রি ব্লগার সাইট ওপেন করে দেখুন।

নতুন হ্যাকাররা এইটা ব্যাবহার করে দেখতে পারেন। অন্য আইপি বদল এর সফটওয়্যার এর চেয়ে অনেক ভালো সার্ভিস পাবেন। বিশেষ দ্রষ্টব্য: এখানে ব্যাবহার কৃত সকল ছবির সত্য আমার বিনা অনুমতিতে ব্যাবহার নিষেধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।