আমাদের কথা খুঁজে নিন

   

I am good

শিমুল, আমার একজন ইন্টালেকচুয়াল বন্ধু, কিছুদিন আগে আমাকে বলেছিল যে পৃথিবীর মোটামুটি সবাই নিজেকে একজন মোটামুটি মানের খুব খারাপ না মানুষ মনে করে। ওর কথা না শোনার জন্য আমার পলেসি হল সব কথায় আকাত্ব প্রকাশ করা। কারন অন্যথায় অনেক কথা শুনতে হয় যা আমার খুব প্রিয় নয়। যাইহোক ইহা কোন ভাবেই মূল বিষয় নয়। আসলেই কথাটা সত্য।

একজন খুনিও মনে করে ও যা করছে তা খুব খারাপ না। বেচে থকার জন্য যা প্রয়োজন সে তা ই করছে। এক জন সেকুলার এর কাছে ব্যভিচার করাটা মোটেও অন্যায় না। কিন্তু একজন মুসলমান ছেলে যেকিনা এর সাথে সম্প্রিক্ত সেও জানে কাজ তা অন্যায়। কিন্তু কে ঠিক করবে কনটা ভাল কোনটা মন্দ।

আমার মতে ধর্ম, সে যাই হোকনা কেন আমাদের আইন প্রনয়নকারী সংস্থা হওয়া উচিত। ধর্ম থেকে বিচ্যুতি যে কোনো জাতির ধ্বংষ ডেকে আনার জন্য যথেষ্ট। অনেকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এত উন্নত ধর্ম বিচ্যুতির কারনে। তারা খ্রীস্টান ধর্মের গোরামি (!) ত্যাগ করাতে আজ এত উন্নত। আমি উন্নত শব্দ ব্যবহার করার বিপক্ষে।

আমার মতে তারা অর্থনীতিতে উন্নত কিন্তু তাদের কোনো নীতি নেই, কোনো কালচার কিংবা মুল্যবোধ নাই। তথাকথিত প্রগতিশিলদের মতে ধর্ম সকল অধর্মের মুল। রেফারেন্স হিসেবে ব্যবহার করে আজকের যুদ্ধ বিগ্রহকে যাকিনা তথাকথিত ধর্মের নামে। এখন কথা হল খ্রীষ্টধর্মে কোথায় লিখা আছে মুসলমামদের অত্যাচার করতে। কথাও নেই।

যে কোনো ধর্মকে ডিসাইন করা হয়েছে আন্যায় প্রতিহত করার জন্য। সবাই নিজ নিজ ধর্ম নিয়ে থাকলে মতের হয়ত অমিল হবে কিন্তু অশান্তি হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।