আমাদের কথা খুঁজে নিন

   

হপস্টপকে কিনল অ্যাপল

ট্রানজিট এবং নেভিগেশন সেবাদাতা প্রতিষ্ঠান হপস্টপ এখন টেক জায়ান্ট অ্যাপলের অংশ। অ্যাপল তাদের ম্যাপিং সফটওয়্যারকে আরও উন্নত করতেই ট্রানজিট অ্যাপটি কিনেছে বলে জানা গেছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপল ট্রানজিট অ্যাপ হপস্টপ কেনার বিষয়টি নিশ্চিত করলেও এর ক্রয়মূল্য সম্পর্কে কিছুই জানায়নি।
প্রযুক্তিবিদরা মনে করছেন, হপস্টপ কেনার ফলে অ্যাপল ম্যাপসের নেভিগেশনাল দিকটি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। গত বছর অ্যাপল ম্যাপস আসার পর থেকেই প্রতিষ্ঠানটি সেবার ক্ষেত্রে বিভিন্ন তৃতীয় পক্ষের ট্রানজিট অ্যাপের উপর নির্ভর করত।

এসব তৃতীয় পক্ষের অ্যাপের মধ্যে হপস্টপও ছিল।
হপস্টপ মূলত গ্রাহকদের সাবওয়ে ট্রেন, বাসের সময়সূচি এবং যাত্রাপথ সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করে। এ ছাড়াও অ্যাপটি সাতটি দেশের সাত শতাধিক ট্রানজিট সংস্থাকে সেবা প্রদান করে। এ বছরের এপ্রিলে হপস্টপ আইফোনের জন্য হপস্টপ লাইভ নামের একটি অ্যাপ তৈরি করে। এ অ্যাপটি অন্যান্য সেবার সঙ্গে সঙ্গে বিভিন্ন যাত্রার অনাকাক্সিক্ষত দেরি এবং সেবার পরিবর্তন সম্পর্কে জানাত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.