আমাদের কথা খুঁজে নিন

   

হবু শাশুড়ি দেখা করতে দেয় না তারে । কি করি ভাই আপুরা , আমারে বাঁচান

ভারত ও পাকিস্তান বিরোধী ৭০ দিন দেখা নাই তাহার সাথে । হবু শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ এই আমি । আমারে বাংলা চিনেমার দরিদ্র নায়ক ভাববেন না । আমি অনেক বড় লোক আমার সকল যোগ্যতা আছে যদিও তা শাশুড়ি আম্মায় এখনো জানে না । মেয়েরে সে শুধু বাথরুমে একা যাইতে দেয় ।আর কোন জায়গায় একা ছাড়ে না মেয়ে ভালো ছাত্রী , আমিও ভালো ছাত্র । আর বাঁচা সম্ভব হইতেসে না । ক্যামনে কি করি কিছু বুঝবারও পারতাছি না । আমারে আপনেরা বুদ্ধি দিয়া কিছু সাহায্য সহযোগিতা করেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।