আমাদের কথা খুঁজে নিন

   

আই স দ্যা ডেভিল (চলেন ভূত দেখি)

(I saw the davil) "আই স দ্যা ডেভিল" সাউথ কোরিয়ান এক অস্থির ছিনেমা। মাথা নষ্ট কাবঝাপ। ভিলেনের (Choi Min-sik as Kyung-chul) মানসিক সমস্যা এত বিকট পর্যায়ে যে তার খুন করার সিস্টেম খুবই নৃশংস। পুলিশ তাকে ধরতে গিয়েও পারে না। হাত ফসকে যায় বার বার।

এক সিক্রেট এজেন্ট (যার স্ত্রী সে খুন করে) এক পর্যায়ে তাকে ধরে পায়ের রগ কেটে দেয়। ১৪ বছরের নিচের কেউ দেখে নির্ঘাত মানসিক সমস্যায় ভোগবে অথবা ঠিক থাকাটা কষ্ট হয়ে যাবে। আমার নিজেরই মাথা আউলা হয়া গেছিল যেদিন ছবিটা দেখলাম। ২ ঘন্টা ২৫ মিনিট দৈর্ঘের এই ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। ছবির পরিচালক Kim Ji-woon এবং এতে অভিনয় করেছেন Lee Byung-hun as Soo-hyun, Choi Min-sik as Kyung-chul, Jeon Kuk-hwan as Squad Chief Jang, Cheon Ho-jin as Section Chief Oh, Oh San-ha as Joo-yun, Kim Yun-seo as Se-yun, Choi Moo-sung as Tae-joo, Kim In-seo as Se-jung বিস্তারিতঃ IMDb wiki fb page স্ক্রিনশটঃ ট্রেইলারঃ দেখতে মঞ্চাইলে ডাউনলোডাইতে পারেন।

গুগল মামারে সার্চ দিলে প্রচুর লিংক পাবেন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।