আমাদের কথা খুঁজে নিন

   

তেল চিনির মজুদদারি ঠেকাতে হাইকোর্ট লাগে, সব কাজেই হাইকোর্ট লাগলে সরকার কী করে

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই হাইকোর্ট তেল চিনির মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে। সরকারকে মোবাইল কোর্টের মাধ্যমে তেল চিনির দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বলেছে। এবার দেখা যাবে, সরকারী লোকজন হাইকোর্টের আদেশ তামিল করার জন্য কিছু কিছু আইওয়াশ অভিযান চালাবে। অবাক লাগে, আমাদের দেশে মজুদদারি প্রকাশ্যে চলে এলেও কোন সরকারই ব্যবস্থা নেয় না। বরং সরকার এমনভাবে নিশ্চুপ থাকে যে, মনে হয় সরকার নিজেই ব্যবসায়ী।

মাঝে মাঝে বাণিজ্য মন্ত্রী হুমকি দেন। কিন্তু হুমকির পর দিন থেকেই জিনিসপত্রের দাম আরও বাড়ে। এই বার যেমন, সরকার চিনির দাম নির্ধারণ করার পর দিন থেকেই বাজার থেকে চিনি উধাও। সরকার গালে হাত দিয়ে তামসা দেখছে। বাজার থেকে চিনি যে মজুদদাররা সরিয়ে ফেলল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়ে এই অবস্থা স্বাভাবিক করতে হবে এবং মজুদদারি যে একটা বেআইনী ও অবৈধ পন্থা সেটা সরকার বেমালুম ভুলে বসে আসে।

এখন আবার শুরু হয়েছে মন্দের ভালো একটা উদাহরণ। যে কোন ইসু্যতে সরকারকে হাইকোর্ট আদেশ দিলে সরকারী লোকজন একটু নড়েচড়ে বসে। হাইকোর্টকে দেখানোর জন্য লোকদেখানো কিছু ব্যবস্থা নেয়। দেখে মনে হয়, সরকার নয়, দেশটা চালায় হাইকোর্ট। আসলে তো এই দায়িত্বটি ছিল সরকারের।

সরকারের উচিত ছিল অনেক আগেই মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। কিন্তু কোন অদৃশ্য হাতের ইশারায় সরকার নীরব থেকেছে। এই সব সরকার জনবান্ধব না। এরা সব সময় কোন না কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে। দয়াময়, আর যেন রমজান না আসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।