আমাদের কথা খুঁজে নিন

   

মাই নেম ইস শরীফ এবং ডেন্ডি(প্রথম পর্ব)

পুলাডা আমি বহুত সাধারন কইলাম। https://www.facebook.com/zubayer.dider গল্প করছিলাম দুই বন্ধু। হঠাৎ করে এক পিচ্চি ছেলে আসল। লেক বা পার্কে এখন এদেরকে খুব ভালভাবেই দেখা যায়। এসেই এমন ভাবে টাকা চাইল যে তাকে দিতেই হবে।

প্রথমে আমি বললাম" যা দিব না" এইবার সে বলল" তাইলে আমার কছ থাইকা নেন ,এমনকি ৫ টাকা বের করেও দিল। মনে মনে ভাবলাম "হায় হায় পুলায় কয় কি "" তারপর বললাম "আচ্ছা বস" ওর নাম জিজ্ঞেশ করলাম। বলল ওর নাম শরীফ। বললাম তোকে ১০ টাকা দিব কিন্তু একটা শর্ত আছে। তোকে ১০ মিনিট টাইম দিলাম এর মধ্যে মুখুস্ত করবি "মাই নেম ইজ শরীফ"।

ও মুখুস্ত করা শুরু করে দিল। খুব অল্প সময়ের মধ্যেই প্রায় পেরে গেল। কিন্তু সে বার বার মাই নেম শরীফ বলছিল ""ইজ" টা বাদ দিচ্ছিল। শরীফ বলল ভাই অইটা আমার মনে থাহে না। মনে মনে ভাবলাম এত কস্ট কইরা এইটুক শিখাইলাম এখন যদি ভুল করে তাহলেত হইল না।

শরীফ কে বললাম আচ্ছা শরীফ তুই যখন অনেক দামি খাবার দেখস তখন মনে মনে কি বলস। সে বলল তহন মনে হয় ""ইস "" যদি খাইতে পারতাম। তখন ওকে বললাম এই যে তুই ""ইস"" বলশ এইটাই মাই নেম এর পরে বসাই দিবি। তখন সে মটামটি বলতে পারল- মাই নেম ইস(ইজ) শরীফ। তারপর একসাথে তিনজন চা খেলাম।

তারপর আমার বন্ধু জিজ্ঞেশ করল আর কিছু খাবি নাকি? শরীফ মুখে একটু লজ্জা নিয়ে ,দেহটা একটু বাকা করে বলল আরেক কাপ দুধ চা। শরীফ যখন চায়ের কাপে চুমুক দিচ্ছিল তখন মনে মনে ভাবছিলাম ওর থেকে মনে হয় না পৃথিবীতে এত সুন্দর করে কেও চায়ের কাপে চুমুক দিতে পারে। দুই কাপ চায়ের দাম হয়ত দশ টাকাই। কিন্তু তার বিনিময়ে যে প্রশান্তিটুকু পেলাম তার দাম কত? সত্তই কি তার কোন দাম রয়েছে। আসলে এই প্রশান্তিটুকু ক্রয় করিবার মত অর্থ এই পৃথিবীর রাজকোষে এখনও জমা হয়নি।

শরীফের কাহিনি আসলে এখানেই শেষ নয়...। । (চলবে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।