আমাদের কথা খুঁজে নিন

   

খোজ খবরে হাতের ছোঁয়া

তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো... হাতটা তোমার হাতেই ছিলো আমার ভালোবাসা ছিলো খুবই ভালো, অজানা এক ঝড়ের তোড়ে হঠাত ভালোবাসা উড়ে সরে গেলো। দিন বদলের কঠিন খেলায় তুমি পাগল হলে অন্য সবার মতো, ঝলসে গেলো হাজার রঙের সবই ভালোবাসা ক্ষত -বিক্ষত... সুখের খোজে আমার বুকে তুমি হাজারটা দিন ছিলে পাগল হয়ে, সকল সুখ-ই নিয়ে নেবার পরে ছাড়লে আমায় জটিল অভিনয়ে। হাতটা তোমার হাতেই ছিলো আমার ঝড়ে ছিলো সকাল বিকাল ঘাম, পাবেনা তো হাতের ছোঁয়া আবার দিয়ে দিলেও এক পৃথিবীর দাম! ভালোবাসা তোমার কাছে হলো ভুলের বসে চলে আসা ঝড়, একটু খানি বাসবে তুমি ভালো ইচ্ছে হলেই করে দিবে পর। অনেক দূরে পিছলে গেছে আজ জটিল তোমার ভালোবাসার ডাক, একলা শালিক হয়ে গেছি আমি আমার আমি একলাই পড়ে থাক... :: হাতে হাত ধরে কেটে গেছে অনন্ত সময়। সময়ের অন্তহীনতায় আমাদের দূরে যাওয়ার সময় বারবার এসেছে। আমরা দূরে গিয়ে ভালোবাসার পরিমাপ করতে চেয়ে তালগোল পাকিয়ে ফেলেছি। আমাদের আর ফিরে আসা হয়নি। অন্তহীন সময় অন্তহীনতায় ডুবে হারিয়ে গেছে সেই কবে। হাতে তবু ঘাম জমে আছে... আজো, বহু বহু দিন পরেও... ::  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।