আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় (আমার লেখা) ফটোশপের আরও কিছু টিউটোরিয়াল

© শিবলী কিছুক্ষণ আগে একটা পোষ্ট দিছিলাম আমার লেখা ফটোশপের ওপর ১০টা টিউটোরিয়াল। এইটা নাকি কয়েকজনের কাজে লাগছে। শুনে আমার বড়ই ভালো লাগছে। ভাবলাম আমার লেখা আরও কয়েটা লিংক শেয়ার করি। কষ্ট তো কিছু নাই। পুরানা লিংক গুলা খালি শেয়ার। ১. ফটোশপে চকলেট এবং তুষার এর টেক্সট এফেক্ট তৈরি ২. ফটোশপে ব্লু গ্লো টেক্সট ইফেক্ট ৩. ফটোশপে সার্কেল আইকন সেট ডিজাইন ৪. ফটোশপে একটা জোশ ডাউনলোড বাটন তৈরি ৫. ফটোশপে স্টিল নোটিশ তৈরি ৬. ফটোশপে একটা বিউটিফুল 3D ওয়েব বাটন তৈরি ৭. ফটোশপে 3D লেয়ার স্টাইল ৮. ফটোশপে ওয়াটার টেক্সটা স্টাইল এবং ওয়ালপেপার তৈরি ৯. ফটোশপে রিবন লাগানো সাথে ডার্ক নয়েজ বাটন তৈরি ১০. ফটোশপে Prodded Style তৈরি ১১. ফটোশপে আরও একটা 3D লেয়ার স্টাইল ১২. ফটোশপে HTTP 404 Error পেজ তৈরি ১৩. ফটোশপে ধাতব স্টাইলে টেক্সট ইফেক্ট তৈরি ১৪. ফটোশপে 3D স্কাই লেয়ার স্টাইল ১৫. ফটোশপে ওয়েব রেজিস্টার ফর্ম আগের পোষ্টে শেয়ার কৃত লিংক: ১. ফটোশপে জাদুকরের টুপি (ম্যাজিক হ্যাট) ২. ফটোশপে ফ্লাইং সসার তৈরি ৩. ফটোশপে তৈরি করুন একটা সাধারণ ঘড়ি ৪. ফটোশপে মিডিয়া প্লেয়ার (MP3) তৈরি ৫. ফটোশপে 3D কলম তৈরি ৬. ফটোশপে 3D পেনসিল তৈরি ৭. ফটোশপে LCD মনিটর তৈরি ৮. ফটোশপে ফোল্ডার আইকন তৈরি ৯. ফটোশপে বেগুন তৈরি ১০. ফটোশপে কমলা তৈরি ভালো থাকেন। মন্তব্য দিয়ে উৎসাহ দিতে থাকেন। পরীক্ষার সময় আর কিছু না পরি ৫ মিনিট নষ্ট করে লিংক গুলা শেয়ার ঠিকই করতে পারবো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.