আমাদের কথা খুঁজে নিন

   

এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে

বিএনপির বিতর্কিত নেতা ও জিয়া পুত্র তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন লেখার দায়ে শীর্ষনিউজ.কম’র স্টাফ রিপোর্টার খালিদ হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয় তার নাতে মিথ্যা নিউজও ছাপানো হয়েছে সাইটে। এমনভাবে ছাপিয়েছে যাতে মনে হয় খালিদ প্রতিষ্ঠানের টাকা নিয়ে পালিয়েছে। খালিদকে আমি ব্যাক্তিগতভাবে চিনি। সে খুবই নিষ্ঠাবান কর্মী।

তাকে সামাজিকভাবে হেয় করে শীর্ষনিউজ যা করেছে তার দায়ভার প্রতিষ্ঠানের একরামুল হককেই নিতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে নিউজ করলে যদি প্রতিষ্ঠান বিরোধী কাজ হয় তবেতো ওই নিউজটি যে বার্তা সম্পাদক আপলোড করেছে তারও শাস্তি হওয়া উচিত। শীর্ষনিউজের স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই প্রতিষ্ঠানটি কর্মীদের নিয়োগপত্র দেয় না। টাকার উৎস নিয়েও মিডিয়া জগতে কানাঘুষা আছে।

বিএনপি’র মুখপাত্র দৈনিক দিনকালের পুনর্বাসন কেন্দ্র হিসেবে শীর্ষনিউজের ভূমিকা মিডিয়া জগতের অনেকেই জানে। ওই প্রতিষ্ঠানেরই একজন বার্তা সম্পাদক যিনি দৈনিক দিনকাল থেকে এসেছে সেই খালিদের বরখাস্তের পিছনে বড় ভূমিকা রেখেছে। এরআগেও শীর্ষনিউজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা একজনকে চাকরিচ্যুত করেছিলো। তার অপরাধ সে ছাত্রলীগ করতো। ওই সময় শীর্ষনিউজরই এক প্রতিবেদক যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মী ছিলো সেই এই কাজের পিছনে ভূমিকা রেখেছিলো।

খালিদ যদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে তবে তাকে বরখাস্ত করার অধিকার প্রতিষ্ঠানের আছে। কিন্তু তাতে হেয় করার অধিকার নেই। খালিদের সাথে যে আচরণ করা হয়েছে তা মোটেও সাংবাদিকদের জন্য কাম্য নয়। এর প্রতিবাদ করা দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।