আমাদের কথা খুঁজে নিন

   

ফিজিক্স অলিম্পিয়াডে সেরা 'নিউকামার' বাংলাদেশ

সবুজের জন্য ভালবাসা । আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে (আইপিএইচও) 'বেস্ট নিউকামার অ্যাওয়ার্ড' জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অবন্তি বসাক এই পুরস্কার জিতেছেন বলে আইপিএইচও-এর ওয়েবসাইটে বলা হয়েছে। এ ছাড়া প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে অসাধারণ মেধার পরিচয় দেওয়ায় 'অনারেবল মেনশনস' পুরস্কার পেয়েছেন অবন্তি বসাক ও সানজিদ হালিম। গত ১১ থেকে ১৭ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চুলালোংকোর্ন বিশ্ববিদ্যালয়ে আইপিএইচও'র ৪২তম আসরে মোট ৮৬টি দেশ অংশ নেয়। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর আইপিএইচও আয়োজন করা হলেও এবারই প্রথম পাঁচ সদস্যের বাংলাদেশ দল এতে অংশ নেয়। ১৭ জুলাই অলিম্পিয়াডের সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন থাইল্যান্ডের প্রিন্সেস মাহা চাক্রি সিরিনধোর্ন। প্রতিযোগিতায় ৫৪টি স্বর্ণ, ৬৮টি রৌপ্য, ৯৩টি ব্রোঞ্জ ও ৬৭টি অনারেবল মেনশনস পুরস্কার দেওয়া হয়েছে, যার মধ্যে সিঙ্গাপুর, তাইওয়ান, চীন ও দক্ষিণ কোরিয়া পাঁচটি করে স্বর্ণ পদক ঘরে তুলেছে। ২০১২ সালে এস্তোনিয়ায় আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের পরবর্তী আসর বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএল/২০৩২ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.