আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালো লাগা একটি কবিতা

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না। অমিমাংসিত সন্ধি তোমাকে শুধু তোমাকে চাই, পাবো? পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো। ইচ্ছে হলে দেখতে দিও, দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি রাখতে দিও, রেখো অপূণতায় নষ্টে-কষ্টে গেলো এতোটা কাল, আজকে যদি মাতাল জোয়ার এলো এসো দু’জন প্লাবিত হই প্রেমে নিরাভরণ সখ্য হবে যুগল-স্নানে নেমে। থাকবো ব্যাকুল শর্তবিহীন নত পরস্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত । ...................হেলাল হাফিজ হেলাল হাফিজ কি রকম লেখক বা তিনি কত বড় মাপের লেখক তা আমি জানি না কিন্ত তার কিছু কবিতা পড়লে আমি কেমন যেন হয়ে যাই ।

বিশেষ করে এই কবিতা টি এবং নিষিদ্ধ সম্পাদকীয় । কি অসাধারন তার লেখনি । কি অসাধারন তার লেখার ভাষা তা মনে হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবনা । মাঝে মাঝে মনে হয় ঈশ আমিও যদি এই রকম একটি কবিতা লিখতে পারতাম । শুধু মাত্র একটি ।

কিনতু আমার তো কবিতা লেখার মতো কোন ক্ষমতা নেই । আমি কি লিখব বা আমি কি লিখতে পারি ? মাথার ভীতরে অনেক কিছু ঘুরপাক খায় কিন্তু কিছুই বের হয়ে আসেনা। আরও অনেক কাজের মতো আমি কেবল অপেক্ষা করে যাই কখন সেই দিন আসবে । আমার অন্তহীন সে অপেক্ষা.................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.