আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের প্রথম দিনেই একজন নারী ব্লগার এর প্রেমে পড়ে গেছি । ব্লগে প্রেমের প্রস্তাব দিলে কি ব্যান হওয়ার সম্ভাবনা আছে ??

গালিবাজ ও ট্যাগবাজ মুক্ত সামু চাই শাহাবাগ গনজাগরনের পর থেকেই আমার ব্লগের প্রতি আকর্ষন সৃষ্টি হয়েছিল। সেসময় এই একটা আন্দোলন পুরা বাংলাদেশ তো আছেই আমরা যারা দেশের বাইরে থাকি তাদের মধ্যেও প্রচুর প্রভাব ফেলেছিল। যতই কাজের মধ্যে থাকিনা কেন এক মিনিট পর পর মুবাইল থেকে ফেবুর হোম পেজ এবং তখনের সামুর হোম পেজ, স্টিকি পোস্ট পড়তাম কোন আপডেট আছে কিনা । এক্সট্রাটেটোরিয়াল স্বর্নার একটা পোস্ট স্টিকি ছিল তখন । " আন্দোলন চলছে সীমানায় সীমানার বাইরে অফ লাইনে অন লাইনে " এই টাইপ কিছু একটা শিরোনাম ছিল ।

ব্লগাররা ছিল তখন দেশের একমাত্র আলোচিত সমালোচিত ব্যাক্তিবর্গ। তো ব্লগারদের তখনের দাপট থেকেই আমার ব্লগার হওয়ার ইন্টারেস্ট সৃষ্টি হয়। ইচ্ছে জাগে ব্লগার হওয়ার। যে চিন্তা সে কাজ । আজ থেকে প্রায় চার মাস আগে হুট করে সামুতে একদিন রেজিশট্রেশান কয়রে ফেলি ।

দীর্ঘ ৪ মাস ওয়াচে রাখার পর শেষ পর্যন্ত জেনারেল করে। আমার প্রথম পোস্ট লিখি মডারেশন বরাবরে নিকের বানান ঠিক করার জন্য । প্রথমেই দেখি সামুর সুপার হিট ব্লগার হাসান মাহাবুব এর মন্তব্য । আমি তো খুশিতে আকাশে উড়ি যাই হোক শুরু হল আমার ব্লগিং । ঘুরা শুরু করে দিই ব্লগ থেকে ব্লগে ।

অমুকের ব্লগ তমুকের ব্লগ । ঘুরতে ঘুরতে এক নারী ব্লগার এর ব্লগে গিয়ে আমি থমকে যায় । থমকে যাওয়ার প্রথম কারন হল তার প্রোফাইল পিকচার আর তার নিকের নাম । তার নিকের নামটা নিজের নামে দেওয়া। সেম নামে নাম লিখে ফেসবুকে দিলাম search ।

পেয়ে গেলাম তাকে। প্রোফাইল পকচার দেখে আমি পুরা বেকুব । এমন মায়াবতী চেহারা জীবনেও দেখিনি মনে হয়। তার মুখ খানি যেন প্রকৃতির মাধুরী দিয়ে গড়া একটি উজ্জ্বল নক্ষত্র। একবাক্যে বলতে গেলে হাজার বছর ধরে যেন আমি তারেই খুজতেছিলাম ছবি দেখেই প্রেমে পড়ে গেছি ফার্স্ট সাইট অফ লাভ না কি জানি একটা বলেনা ঐটা আর কি ?? তার সম্পর্কে আরো অনেক কিছু লিখার আছে ।

কিন্তু সমস্যা হল আর একটু লিখলেই সামুর বিচ্ছু পুলাপাইন চিনে ফেলবে কাল সারা রাত শুধু তার মায়াবী মুখটি চোখের সামনে ভাসছে। ইচ্ছে করছে তার হাত ধরে সারাক্ষন বসে থাকি। মনে মনে গুন গুন করছি "তুমি আমার পাশে বন্ধু হয়ে একটু বসিয়া থাক" তার সাথে একসাথে বসে ঝালমুড়ি খেতে কি যে মন চাইছিল বুঝাতে পারবনা কাল থেকে এই পোস্ট লেখা পর্যন্ত তার ব্লগে কয়বার গেছি তার হিসেব নায় । ফেসবুকে রিকুয়েস্ট পাঠিয়েছি । কিন্তু এখনো ঝুলাইয়া রাখছে ।

পারসোনালিটিলেস মনে করবে বলে মেসেজ পাঠাচ্ছিনা কোন উপায় না দেখে শেষ পর্যন্ত ব্লগের মাধ্যমেই তার প্রতি আমার একান্তই নিজের অনুভুতি ও ভাল লাগার কথা প্রকাশ করছি। কারন বেশিক্ষন এসব কথা না বলে মনে আটকে রাখা যায়না। তাই সম্মানিত ব্লগারদের কাছে জানতে চাচ্ছি আমি যদি সামুতে একটা পোস্টের মাধ্যমে তার কাছে ভালবাসা প্রকাশ করি এবং প্রেমের প্রস্তাব দেই তবে আমার ব্যান হওয়ার কি কোন সম্ভাবনা আছে ? দয়া করে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে একটা সুখের সংসার রচনা করার সুযোগ প্রদান করার মাধ্যমে ইহকাল ও পরকালের অশেষ নেকি হাসিল করুন । ( সে যদি রিফিউস করে বা বিবাহিত হয় তবে জীবনে থার্ড বারের মত চ্যাকা ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.