আমাদের কথা খুঁজে নিন

   

এক সাংবাদিকের কান্ড

আমি আধম একুশে টিভির সাংবাদিক হঠাৎ করে ময়মনসিংহ পার্সপোট অফিসে আসে নানা ধরেন চিরত্র ভিডিও ধারন করে এবং পার্সপোট আবেদনকারীদের সাথে কথা বলে এবং তিনি আঞ্চলিক পার্সপোট অফিসের ডিডি মহোদয়ের সাথে কথা বলেতে চাইলে প্রথমে তিনি অসম্মতি প্রকাশ করে। পরে আবার তিনি সাংবাদিকদের সাথে ভালো ভাবে কথা বলেন। সাংবাদিক ডিডি মহোদয়দেয়কে প্রশ্ন করেন দালালরা কি ভাবে জনগনদের হয়রানি করছে এবং অফিসের কর্মচারীগন জনগনকে হয়রানী করছে এর বিরুদ্ধে তিনি কোন ব্যবস্থ্যা নিয়েছেন কি। তখন তার প্রশ্নে ডিডি উত্তর দেন যদি কোন ব্যাক্তি অফিসের আসার আগে তার বাড়ী থেকে বা রাস্তায় কারোও কাছে টাকা লেনদেন বা প্রতারিত হয়ে থাকে তবে তার করার কিছ আছে? আরও বলেন যদি আমার কোন ষ্ট্যাফকে প্রমাণ করতে পারেন টাকার সাথে তারা জড়িত আছে তবে তার বিরুদ্ধে আমি এখনই ব্যবস্থা নিব। তবে যাই হোক তার সাথে আরো কথা বলা হয়ছে তার লিখে আপনাদের মূলবান সময় নষ্ট করবো না ।

এই প্রতিবেদনটি একুশে টিভিতে প্রচার করা হয় এবং বলা হয় ময়মনসিংহ পার্সপোট অফিসে দালালে ভর্তি সাধারন জনগন দালাল ছাড়া পার্সপোট করতে পারনে। প্রতিবেদনটি দেখে খুশিই হইয়েছিল কিন্তু দুঃখের বিষয় তার এক বা দুই সপ্তাহ পরই রির্পোটের পরিবর্তন দেখা গেল যে পার্সপোট অফিস এখন দালাল মুক্ত এখন আর জনগন হয়রানির শিকার হচ্ছে না। তারা সহযেই পার্সপোট করতে পারছে। কিন্তু এটাই সত্য যে আগে যেমন ছিল তেমনি রযেছ কোন পরিবর্তন হয়নি। এই বিষয় নিয়ে অফিসের কর্মকর্তা ইয়াসিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলে আগে সাংবাদিককে টাকা দেওয়া হয়নি তাই এই রির্পোট করেছে।

এখন টাকা নিয়েছে বলে সব ঠিক হয়ে গেছে এবং তিনি খুব বিশয়টাকা আনন্দের সাথে জানান। এই হচ্ছে আমাদের দেশের সাংবাদিক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।