আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে নয় পোশাকেই শীতাতপ যন্ত্র!

বাঁচিতে চাহিনা এই নষ্ট ভুবনে...... সম্প্রতি জাপানের গবেষকরা দাবি করেছেন, তারা এমন একটি পোশাক তৈরি করেছেন যেটি গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনারের মতোই কাজ করবে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষ ধরনের এ জ্যাকেটটি তৈরি করেছেন জাপানের কুচোফুকু কোম্পানি লিমিটেড-এর গবেষকরা। জানা গেছে, জ্যাকেটটিতে রয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত ২ টি বৈদ্যুতিক ফ্যান যা একবার চার্জ দিলে টানা ১১ ঘন্টা চলে। জানা গেছে, পাখার সাহায্যে বাতাস টেনে দেহের মধ্যে প্রবাহিত করে এ জ্যাকেটটি।

এরপর সে বাতাস জ্যাকেটের কলার এবং কাফ দিয়ে বের হয়ে যায়। আর জ্যাকেটের মধ্যে প্রবাহিত এ বাতাসই এয়ারকন্ডিশনার-এর কাজ করে। এটি প্রতি সেকেন্ডে ২০ লিটার পর্যন্ত বাতাস টানতে পারে। কুচোফুকু কোম্পানি লিমিটেড-এর প্রেসিডেন্ট হিরোশি ইচিগায়া জানিয়েছেন, ‘আমাদের পুরো ঘর শীতল করার প্রয়োজন নেই। আমাদের শরীর ঠাণ্ডা রাখলেই তো চলে।

আর এ জ্যাকেটটি পরলে সে চাহিদা মিটবে। ’ জাপানে ব্যক্তিগত এয়ারকন্ডিশনারযুক্ত পোশাকের বাজার বাড়ছে বলেই সংবাদমাধ্যমটি জানিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।