আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রেমের জন্ম এবং আরো কিছু।

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে... প্রেম অর্ধেক আধাঁর বা অর্ধেক আলো নয়; এখানে কেবলি কালো অন্ধকার; অসূর্য্যস্পর্শা এই গাঢ় অন্ধকারেই জন্ম হলো প্রগাঢ় প্রেমের। পাপ! হিসহিসিয়ে বলে আলো, অন্ধকারেই জন্ম হয় পাপের; “পঙ্কিলতায় ডুবে কি কখনো- বুঝা যায় প্রেমের স্বাদ?” তবুও আলো নয়! আলো নয়! আধাঁর আমার পরমকাম্য, প্রকৃত প্রেম পূর্নতা পায় আধাঁরে প্রেমের জন্মতো অন্ধকারেই...। । প্রেম নয় নারে বোকা মেয়ে,এটা প্রেম নয়। দশটা পাচটা অফিসের মত, প্রাত্যহিক রুটিনের প্রেম; আমার পোষবেনা।

এটা প্রেম নয় বোকামেয়ে। নারে বোকা মেয়ে,এটা প্রেম নয়। মুঠোফেনে কাব্য লিখা আর ফেসবুকে অবিরাম চ্যাট; আমার পোষবেনা। এটা প্রেম নয় বোকামেয়ে। এটা প্রেম নয়, প্রেম কিছু নয়।

আমি ঠিক জানি,বোকামেয়ে! আমি প্রেমের রূপ দেখে- প্রেমের মানে বুঝিনা শুধু জানি প্রেম মানে কি নয়। অবশেষে সৃষ্টিকর্তা আদম সৃষ্টির পর বললেন, ভালবাসতে শিখ। তারপর, আশ্চার্য্য এক রূপান্তরে পুরুষ হয়ে গেল প্রেমিক, কেবল মেয়েরাই হয়নি পূর্ণ প্রেমিকা; যা হওয়ার কথা ছিল। ---------*********--------- ১। প্রথমটার ভাব পেয়েছি মাহি ফ্লোরাপুর এক পোস্টের শেষ কবিতাটা পড়ে।

জানিনা উনি কি মনে করবেন। জানার অপেক্ষায় থাকলাম। ২। এগুলোকে কবিতা বলতে আমার বাধছে। জানি এগুলো কবিতা হয়নি , কি হয়েছে তাও জানিনা।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.