আমাদের কথা খুঁজে নিন

   

কোন software বেশি বেশি ব্যবহার করলে কি speed বাড়ে ???

অনেকের কাছে শুনেছি, কম্পিউটারে কোন software বেশি বেশি ব্যবহার করলে ঐ software এর কাজের গতি বাড়ে। প্রথমে কথাটা খুব একটা বিশ্বাস না করলেও এখন আমি নিজেই প্রমাণ পাচ্ছি। প্রথম যেদিন Visual Studio 2008 চালু করলাম। সেদিন এতো ধীরে কাজ করেছে যে আমি খুব বিরক্ত হই। ১০/১৫ দিন কাজ করা পর এখন Speed আগের চেয়ে অনেক ভাল পাচ্ছি। আমি এখনও এর সঠিক কারন বের করতে পারি নাই। আমার এক পরিচিত বলল, Windows এ Registry Setting করে নেয় বলে কাজের গতি বেরে যায়। আমি নতুন Windows দেবার পর ও গতি ভালো পাচ্ছি। এর কোন সঠিক কারন জানা থাকলে রেফারেন্স সহ আমাকে জানালে খুশি হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।