আমাদের কথা খুঁজে নিন

   

I want my life back... I wanna live it again...

জ্যোৎস্নাবিলাস!!! Maa, give me a new birth, make me pure again,and hold me tight with your arms, tight maa,so tight and never let me go with any beast, never maa never, if I insist slap me,but dont let me go alone maa,the world is rude maa, its rude, it hurts me maa,u hold me maa,u love me. maa i promise I will be a good girl, I will be your good girl. I can never tell this to my mom, but I am dying to tell her!! I need her back in my life, as she was when I was a little girl, that way she loved me, that way she taught me difference between good things and bad things, that way she saved me from all odds, that way she forbade. I dont wanna be a mature girl anymore, I dont wanna be 18 up,I dont wanna any right or my voice against her, I dont wanna protest anything.. I just wanna be her girl, her girl scared of stromes , lightening ... I want back my life, I want to live my that life again. can anyone give it to me back???give me, give me please. I beg it back, I beg, killing my all egos, i beg, I surrender but give it to me, I want to go to my mom. আজ মন অসম্ভব খারাপ। জীবন টা যত সহজ যত সুন্দর মনেহয়, তার থেকে অনেক বেশি কঠিন আর কুৎসিত। আর জীবনে আসা মানুষ গুলোকে যত ভালবাসা হোক আর যত বিশ্বাস করা হোক they never miss a single chance to hurt you!! nd thats the reality right??? but I cant accept it, I cant, cuz I believe people whom I love, I care for them, I dont feel any complications for them!! but when they hurt, they get rude on me!! i cant tolerate!! I just smashed me with tears,and I ask once why are u doing this to me??and if their reply is also rude my ego never let me run back to them but it doesnt mean I dont feel for them!!! I feel, nd thus I cry!! পৃথিবীটা যখন অনেক সুন্দর মনেহয়, আর অনেক রঙ্গিন তখন নিজের ভাল লাগা, খারাপ লাগা, নিজের ইচ্ছা স্বাধীনতা অনেক বেশি প্রাধান্য পায়, কিন্তু যখনি পৃথিবীর কুৎসিত রুপ টা দেখি তখন আমার সবচেয়ে আপন মানুষটার কথা মনেহয়। আমার মায়ের কথা!! ছোট বেলা থেকে আমি অনেক বেশি জেদ, রাগ, অভিমান আর প্রতিবাদ নিয়ে বড় হয়েছি। লক্ষ্মী পুতু পুতু টাইপ না।

হ্যাঁ, অন্যায় কোন আবদার করতাম না, কিন্তু আমার সাথে কেউ অন্যায় করলে চুপচাপ থাকতাম না। আমার ভাই এর কেন সাইকেল থাকবে আমার কেন থাকবেনা, সে সাইকেল চালাবে আমি কেন পারবনা, সে মাঠে খেলবে আমি কেন খেলবনা। আমার বাবা মা কেউ কক্ষনো আমাদের মধ্যে পার্থক্য করেননি। কিন্তু আমার কিছু চাচা এসব নিয়ে ঝামেলা করতেন যখন আমি ক্লাস সিক্স এ উঠি। তাঁরা বলতেন তুমি বড় হয়ে গেছ, এখন খেলা ঠিক না!! আরও কত কি!! আমি মানতে পারতাম না, মানিওনি কোনদিন।

আর এসবে আমার মা বাবা দুজনি ছিলেন আমার পাশে। they saved me from all odds। এখনও যখন বাসায় যাই, এখনও আমি প্রতি শীতকালে আমার ফ্রেন্ড দের সাথে ব্যাডমিন্টন খেলি!! সাইকেল চালাই। বাবা গাড়ির চাবি হাতে দিয়ে বলেন ড্রাইভিং শিখতে, সাতার শিখতে!! আমি সেই মেয়ে, নিজের স্বাধীনতা নিয়ে মাথা উচু করে বড় হওয়া হার না মানা একটা মেয়ে!!! কেমন লাগে সেই একি মেয়েকে হেরে যাওয়া দেখতে? প্রতিবাদ না করে চুপচাপ দেখতে!!! শুধু ভালবাসার জন্য চুপ করে থাকতে??? আমার ভাল লাগেনা। ভিতরটা অজস্র বার চিৎকার করে ওঠে, আমি যত টা না কষ্টে কাঁদি তার থেকে অনেক বেশি কাঁদি জেদ করে।

হ্যাঁ, আমার এখনও প্রচুর জেদ হয়, ভয়াবহ রাগ হয়! শুধু প্রতিবাদ করাটাই হয়ে ওঠে না!!! আর আমি মুষড়ে যাই, ঘৃণা হয় আমার এই কুৎসিত পৃথিবীতে বেচে থাকতে। আর তখনই আমার মনেহয় আমার মায়ের কথা, আমার ইচ্ছা হয় আমি নতুন করে জন্ম নেই, নতুন করে মায়ের একদম কাছে থেকে বড় হই, মা আমাকে আগের মত আগলে রাখুক। এর জন্য আমি আমার অহম ভেঙ্গে দিতে রাজি, আমি নতুন করে প্রতিবাদি না হতেও রাজি কিন্তু শুধু আমি সেই ছোট্ট মিতিন হয়ে মায়ের আচল ধরে থাকতে চাই। পৃথিবীর নিষ্ঠুরতা আমার আর ভাল লাগেনা। আজকে ছোট্ট নুহার ছবি দেখলাম পেপারে।

ছবিটায় কি ছিল আমি জানিনা, আমার এই এত কষ্টের মাঝে আমি সব ভুলে শুধু ওর জন্য , শুধু ওর কষ্টে ওর দিকে তাকিয়ে ছিলাম। ওকে একটা কথা খুব বলতে ইচ্ছা হয় আমার - নুহা, ছোট্ট আপি আমার, পৃথিবী আমাকে কিছু দেয়নি, আমার ভালও লাগেনা আর বেচে থাকতে, কিন্তু তুমি তো নতুন, একদম পরিশুদ্ধ ঠিক তোমার এই আপি টার ছোট্ট বেলার মত। তুমি soul exchange করবে??? তুমি বেচে আস, সবার কাছে আমার প্রতিদানে। আমি চলে যাই। and it will be the better thing happened ever।

শুধু আমাকে একটা promise কর যখন আমি থাকবনা তখন তুমি আমার বাবা মায়ের কাছে তাদের ছোট্ট মিতিন হয়ে কিছু সময় দিয়ে আসবে, পারবেনা বল??? নুহা কে দেবার আমার কিছু নেই। আমার এই কষ্টের লেখাটা তাই নুহার জন্য। soul হয়ত নুহা নেবেনা আর, কিন্তু ভালবাসা তো নিতে পার তাইনা? নুহা, তোমার জন্য ভালবাসা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।