আমাদের কথা খুঁজে নিন

   

অপার্থিব ভালোবাসা অথবা শরীরী সঙ্গম ...

শব্দের সাথে বাহাদুরি করে একবার বলেই ফেলেছিলাম ভালোবাসাবাসি হয়ত ততটা সহজ নয় যতটা আমারা ভাবি- নিজেকেই বুঝতে পারিনা- তাও আবার অন্য মানুষ! এর চেয়ে ঢের ভালো জোছনার প্রেমে পড়া !! বৃষ্টির যে বয়স বাড়েনা সে তো সারাটি জীবন থাকে ত্রয়োদশী কিশোরের মত.. অথবা জোছনা ? অষ্টাদশী কুমারীর মত তার শরীর কী মসৃণ-কী দুর্লভ ! আমার ভেতরের ভয়টা সেখানেই- আমরা কখনই পারিনা হতে বৃষ্টি কিংবা জোছনা ভঙ্গুর সংসারে ভাঙাগড়াতেই আমাদের নিত্য আনন্দ, আমাদের প্রার্থণা ক্ষুদ্রাতিক্ষুদ্রের সংগমে বড় হওয়া বীজের মত, আকন্ঠ পান শেষে ছোট্ট ঢেকুর তোলার মত আমাদের পরিচিত চারপাশ- তবু মাড়িয়ে দিতে ইচ্ছে হয় সকল সীমাবদ্ধতা- পৃথিবীর তাবৎ জোছনায় শুধু অপার্থিব উন্মাদনা, ঘুম-ঘোর স্বপ্নের মত- শেষ দৃশ্যে বড় নিঃশ্ব, বড় অতৃপ্ত দীর্ঘশ্বাস- ছুয়ে যাওয়ার কষ্ট হয়ত কম কিন্তু শরীরী সঙ্গমে পাহাড় জড়িয়ে ধরার মাদকতা তো সেখানে নেই- আজ আবার শুরু হলো শব্দের সংশোধনী- ভালোবাসাবাসি ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি- মানুষ মানুষে এই যে প্রেম- সেটা তো প্রার্থণার মত- আমরা সবাই নিত্য ব্যস্ত সে প্রার্থণায়, বেঁচে থাকার আনন্দ কে না চায় !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।