আমাদের কথা খুঁজে নিন

   

মানিক-বিজোড়

এ আকালের যুগে বন্ধু হওয়া বা পাওয়া বিশাল কিছু। Hasnat Zaber , Ariful Islam এবং আমি একই স্কুল থেকে SSC করি, একই কলেজ থেকে HSC করি। এরপর ঢাকা, চট্টগ্রাম আর রাজশাহীতে বিভক্ত হয়ে যাই। এখন বুঝতে পারি এই বিভক্তি কত জরুরী ছিল। আমরা যখন সবাই সরকারি বি...জ্জানে পড়ি তিনজন মিলে ছিলাম মানিক-বিজোড়।

কিন্তু এতে করে একটা জিনিস হল আমাদের আর কোন সার্কেল তৈরি হল না। মধ্যবর্তী বিরতি সেই সুযোগটা এনে দেয়। আরিফের সাথে দীর্ঘ ৫ বছর তুমি-তুমি সম্পর্ক ছিল, এই বিরতিটা আসলেই খুব জরুরী ছিল- তুমি থেকে তুই এ আসার জন্য। তিনজনের বাসা খুব পাশাপাশি হওয়াটা কিছুটা বাড়তি পাওয়া। আপনার বন্ধুত্ব তখনই দৃঢ হবে, যখন আপনারা মারামারি-মান-অভিমানের মধ্য দিয়ে আসবেন।

আমাদের সৌভাগ্য যে আমরা সেটা খুব ভাল-ভাবেই পার হয়ে এসেছি। আমার মত আপাদমস্তক কেয়ারলেস এবং স্বার্থপর মানুষের জন্য এরকম দু'জন বন্ধু পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। পরিবর্তন মানুষের খুব স্বাভাবিক ধর্ম- কিন্তু আমার অবাক লাগে যখন দেখি একজন মানুষের মঝে শুধু পজেটিভ পরিবর্তনই হয়, নেগেটিভ কিছু আসে না। আরিফ আমার খুব জানার ইচ্ছে তুই অসম্ভব কাজটা কেমনে করলি। পাই=৩.১৪১৬, ধ্রুব জিনিসও অনেক সময় পাই এর মত রহস্যময় সুন্দর- যেমন আমাদের জাবের, আজ থেকে ১০ বছর আগে সে যে রকম ভাল ছেলে ছিল, এখনও সেরকম।

তার জীবনের একমাত্র লক্ষ্য বাপ-মার অতিবাধ্য থাকা। এবং আমার খুব দুর্ভাগ্য যে- রিপুর তাড়না অসম্ভব প্রবল। আমার খুব ইচ্ছে করে- অনামিক-মধ্যমার চিপায় সেগারেট গুজে রাখি,মুখ দিয়ে বানাই ধোয়ার রিং। ইচ্ছে করে বারে যাই কিংবা কোন ক্যাসিনো। লাসভেগাস না হোক,অন্তত ফু-ওয়াং ক্লাব- একরাত শুধু একরাত কোন ধনীর-দুলালীর কোমর ধরে উদ্দাম নাচ,নিদেনপক্ষে বড়লোকী নাচ-সালসা।

আমার কিছুই করা হয় না, লাইফটা খুব ডাল-একঘেয়ে। লাইফে এখনই যদি কোপ না দিই তবে কখন। আফসোস , আমার বন্ধু আরিফ আর জাবের- অতি ভাল মানুষ। "আমার সাথে এক রমনীর ধবল বসবাস আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস" আফসোস আমার সাথে কোন কালে কোন রমনীর ধবল বসবাস হয় নি, আমার তুমুল সহবাস বন্ধু আরিফ আর জাবেরের সাথে !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।