আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় সেই সময়গুলি...

আমি আকাশ নীলীমায় ঘেরা অনেকগুলো দিন গিয়েছে চলে অনেকটা সময় হয়েছে অতিক্রান্ত, লাভ-লোকসানের হিসাব করে আজ আমি বড়ই পরিশ্রান্ত! কি হবে এই হিসেব মিলিয়ে? কি হবে আর অঙ্ক কষে? গুন, ভাগ আর যোগ করে মিললো না কিছুই অবশেষে! অতীতের পানে চেয়ে দেখি সবকিছুই আজ স্মৃতি। ভবিষ্যতের পানে চেয়েও তো পেলাম না আশার জ্যোতি! শৈশবের সেই বন্ধুদের আআর পাই না তো খুঁজে আমি, এখন বুঝি বাল্যবন্ধুরা ছিল আমার কাছে কত দামী। স্কুল প্রাঙ্গনে ছোটবেলা সবে খেলাধূলা করেছি কত তাই দেখে বলতো সবাই ‘এরা চঞ্চল কেন এত?’ মনে পড়ে যায় শৈশবের কথা হাসি আনন্দের দিনগুলি- চোখের নিমিষে হারিয়ে গেল প্রিয় সেই সময়গুলি!

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.