আমাদের কথা খুঁজে নিন

   

শব-ই-বরাত

আজ শব-ই-বরাতের রাত, আল্লাহর তরে সবাই তুলেছে দু হাত। দূর মসজিদে শোনা যায় আযান, সকল মুসলিমকে করছে আহবান। কুরআনের সুমধুর আয়াত, ঘরে ঘরে হচ্ছে তিলাওয়াত। কেউবা কায়েম করছে সালাত, রাকাতের পর রাকাত। চারদিকে প্রার্থনার আয়োজন, ইমামের মুখে সুমধুর গুঞ্জন। হাদিসের পবিত্র বাণী, ঘরে ঘরে হচ্ছে শুনানি। মহা পবিত্র তাৎপর্যময় এই রাত, নিয়ে এসেছে শান্তির সওগাত। আমিও তুলেছি দুই হাত, করছি তোমার মুনাজাত। খোদা তুমি রহীম-রহমান, ক্ষমার সাগর হে অনন্ত মহান, বলছি আজ প্রাণ ভরে, সৌভাগ্য দান কর মোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।