আমাদের কথা খুঁজে নিন

   

যত দূরে যাই...তোমারি মনের মাঝে...

আমি আকাশ নীলীমায় ঘেরা পাখির কলকাকলিতে যখন গোধূলী নামে, নদীর উত্তাল স্রোত যেথা সমূদ্রে গিয়ে থামে- পথ হারায়ে যখন আমি তাকাই ডানে বামে, তখন যেন তোমার কাছেই পথের দিশা পাই- তুমি ধর আমার হাত, আমি যত দূরে যাই। শ্রাবনে বর্ষা যখন আনে একটু শান্তির পরশ, অনুরাগের আবেশে আমার চেতনা হয় অবশ, তোমার কথা ভেবেই কেটে যেত রাত্রি দিবস! তোমার চিন্তা মনে করে আমি যে সুখ পাই- বঞ্চিত করোনা আমায়, আমি যত দূরে যাই। মাঝ রাতে হঠাৎ যদি দেখি ঘুম ভেঙ্গে যায়, দুঃস্বপ্নগুলো যখন মনটাকেই চূর্ণ করে দেয়, হত বিহ্বল হয়ে যখন ভাবি এখন কি উপায়- তখন মনের ভিতর থেকেই আমি সান্ত্বনা পাই, তুমি যে আছো পাশে, আমি যত দূরে যাই। বোঝা আর না বোঝার মাঝে আছে বিস্তর ব্যবধান, অনেক ভেবেও বের করতে পারলাম না সমাধান- বিপদের কথা ভেবেও হতে পারি না সাবধান, তুমি পাশে থাকলে কিছুতেই ভয় নাহি পাই- আমায় ছেড়ে যেও না তুমি, আমি যত দূরে যাই। অচেনা ঘাটের খেয়া জানে না কই তার গন্তব্য, অসহায় মাঝি বুঝতেও পারে না কি ছিল কর্তব্য! অনেক কিছুই জীবনে ঘটে যা নয় মোটেও ধর্তব্য। তোমার সাহস পেলে আমি সব বাঁধা উতরে যাই- আমায় সাহস দিও তুমি, আমি যত দূরে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।