আমাদের কথা খুঁজে নিন

   

যত দূরে যাই...তোমার স্পর্শে

আমি আকাশ নীলীমায় ঘেরা আঁধার যখন প্রকৃতিতে আসে ঘনিয়ে, নীরবতা যখন এসে কথা যায় শুনিয়ে- মনের গহীনে একাকীত্ব ওঠে গুনগুনিয়ে, চোখ বুজে তখন শুধু তোমাকেই দেখতে পাই, আমাকে দেখ, এইত আমি, যত দূরে যাই। আমি জানি ক্রমশ আমার ফুরিয়ে আসছে সময়, বলা না বলা কত কথাই যে অগোচরে বাকী রয়- কালচক্রে জীবন প্রদীপের আলোর হবে ক্ষয়, জীবন সায়েহ্নেও আমি তোমাকেই দেখতে চাই- আমার পাশেই থেকো তুমি, আমি যত দূরে যাই। রাতের পরে আলোর পসরা নিয়ে আসে ভোর, এখনও কি তুমি বন্ধ করে রেখেছ মনের দোর? আমি তো তোমার কল্পনাতেই হয়ে আছি বিভোর। শতবার ডেকেও যদি একবার তোমার সাড়া পাই- তোমার দুয়ারে দাঁড়ায়ে আমি, যত দূরে যাই। যদি তুমি আমাকে ভালো নাই বা বাসো- যদি বা আর কখনও তুমি কাছে না আসো, ক্ষণিকের তরে একটু দাও তোমার স্পর্শ- আমার শেষ সময়ে এইটুকু অন্তত চাই, শুধু তোমার একটু ছোঁয়া, যত দূরে যাই। মাঝে মাঝে আমি ভাবি দিগন্তের শেষ কোথায়, আকাশ যেথা মিশে মাটির সাথে, সেথায়? নাকি যেথা আমি দেখতে পাই তোমায়? এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নাই, আমি শুধু তোমাকেই জানি, যত দূরে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।