আমাদের কথা খুঁজে নিন

   

জে নে নি ন: ভূমিকম্পে সতর্কতা

Engineer Ashikujjaman Ashik ভূমিকম্পে সতর্কতা দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতে, ভূমিকম্প হওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে নগরবাসীকে। এ বিষয়গুলো তুলে ধরা হলো।  ভূমিকম্পের প্রথম ঝাঁকুনি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।  পরিবারের শিশু ও বৃদ্ধদের খোলা জায়গায় যেতে সহায়তা করতে হবে।  কিছু সঙ্গে নিতে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না।

 ঘরে হেলমেট থাকলে দ্রুত পরে নিতে হবে। হেলমেট না থাকলে মাথা আড়াল করতে দুই হাত ব্যবহার করা যেতে পারে।  ঘর থেকে বের হওয়ার সময় সম্ভব হলে প্রতিবেশীকে ঘর থেকে বেরোনোর কথা বলতে হবে।  দ্রুত বৈদ্যুতিক সুইচ ও গ্যাসলাইনের সুইচ বন্ধ করে দিতে হবে। ম্যাচ, সিগারেট বা কোনো ধরনের আগুন জ্বালানো থাকলে তা নিভিয়ে দিতে হবে।

 কাচঘেরা দেয়াল, জানালা কিংবা আসবাবের কাছে আশ্রয় নেওয়া যাবে না। কারণ ভূমিকম্পে কাচ ভেঙে জখম হওয়ার আশঙ্কা থাকে।  তাকে তৈজসপত্র কিংবা বই সাজানো থাকলে এর কাছে না থাকাই ভালো। ভূমিকম্পে তাক ছিটকে সেগুলো ছড়িয়ে পড়তে পারে। ভারী কোনো জিনিস তাকের ওপর না রেখে মেঝের কাছাকাছি রাখলে ভূমিকম্পের সময় বিপদের ঝুঁকি কমানো যায়।

 ঘর থেকে বের হতে না পারলে ঘরের কোণে আশ্রয় নিতে হবে। বিশেষত ভবনের কলামের গোড়ায় আশ্রয় নিতে হবে। এ ছাড়া শক্ত খাট বা টেবিলের নিচে আশ্রয় নেওয়া যেতে পারে।  ভূমিকম্পের সময় বিছানায় শোয়া শিশু, বয়োবৃদ্ধ বা অসুস্থ রোগীদের বের করা সম্ভব না হলে খাটের নিচে শুইয়ে দিতে হবে।  বহুতল ভবনের ওপরের তলায় থাকলে কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আতঙ্কিত হয়ে লাফ দেওয়া যাবে না। ধৈর্য ও সাহসের সঙ্গে অপেক্ষা করতে হবে। কম্পন থামার পর সিঁড়ি বেয়ে নিচের কোনো খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। ভবনে লিফট বা এসকেলেটর থাকলে ব্যবহার না করাই ভালো।  সিঁড়ি দিয়ে নামার সময় সারিবদ্ধভাবে নামতে হবে, যাতে ধাক্কাধাক্কি কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়।

 একটি থলেতে শুকনো খাবার, পানির বোতল, ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, ম্যাচ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। বিপদের সময় এগুলো কাজে আসবে।  পরিবারের সব সদস্যকে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় সম্পর্কে তথ্য জানাতে হবে।  সরকারি বা বেসরকারি পর্যায়ে ভূমিকম্প-সম্পর্কিত প্রশিক্ষণে অংশ নেওয়া যেতে পারে। অপরকেও অংশ নিতে উৎসাহ দেওয়া যেতে পরে।

 ভূমিকম্প-সংক্রান্ত স্থানীয় স্বেচ্ছাসেবক দলে থাকা যেতে পারে। মুল খবর:http://www.prothom-alo.com/detail/date/2011-07-10/news/169062 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।