আমাদের কথা খুঁজে নিন

   

দুই সিম কার্ডের নকিয়ার নতুন সেট

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। ‘কানেকটিং দ্য নেক্সট বিলিয়ন’ নামে এ বছর নকিয়া শুরু করেছে প্রচার কর্মসূচি। যার ধারাবাহিকতায় ১৩ জুলাই নকিয়া নিয়ে এসেছে দুইটি মোবাইল ফোন সংযোগ (ডুয়াল সিম) ব্যবহার করা যায় এমন দুটি নতুন মোবাইল ফোনসেট। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নকিয়া আয়োজন করে নতুন দুই ফোনসেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। নতুন সেট দুটি হলো নকিয়া এক্স১-০১ এবং নকিয়া সি২-০০।

সেট দুটির ব্যবহারকারীরা প্রতিটি সংযোগে নিজস্ব লোগো, রিংটোন ইত্যাদি যুক্ত করতে পারবেন নিজের মতো করে। নকিয়া এমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ‘নকিয়া এক্স১-০১ মডেলের সেটটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। অপরটি শিগগির বাজারে আসবে সি২-০০ মডেলটি। ’ এক্স১-০১ সেটটিতে রয়েছে গান শোনার সুবিধা। ১৬ গিগাবাইট মেমোরি সমর্থন করে এটি।

রয়েছে স্পষ্ট ও জোর লাউড স্পিকার, দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা টানা ৩৬ ঘণ্টা গান শুনতে কোনো অসুবিধা করবে না। ফোনবুকে রয়েছে ৫০০ নম্বর ধারণক্ষমতা। এই সেটে বাংলা ব্যবহারের সুবিধা আছে। দাম ২৯৯৫ টাকা। খুব দ্রুত বাজারে আসার অপেক্ষায় সি২-০০ মডেলটিতে রয়েছে সেট বন্ধ না করে সিমকার্ড পরিবর্তনের সুবিধাসহ ইন্টারনেট ব্রাউজিং।

আছে এমপি থ্রি, এমপি ফোর, ক্যামেরা ও ৩২ গিগাবাইট মেমোরি সাপোর্ট ক্ষমতা। আবু দাউদ খান আরও জানান, ‘দুটি মডেলে শুধু একসঙ্গে দুই সিম সচলই থাকবে না, সঙ্গে বাড়তি উপহার হিসেবে পাঁচটি সিমকার্ড একসঙ্গে বিন্যাস করেও রাখা যাবে, যাতেvoid(1); গ্রাহকেরা বাড়তি সুবিধা পেতে পারেন। ’ নকিয়া এমার্জিং এশিয়ার যোগাযোগ ব্যবস্থাপক রাহাত আহমেদ বলেন, ‘আমাদের ঘোষিত কর্মসূচির মাধ্যমে আমরা পরবর্তী লাখ লাখ মানুষকে যুক্ত করতে চাই, যাদের হাতে এখনো মোবাইল পৌঁছেনি। তাদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে চাই। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।