আমাদের কথা খুঁজে নিন

   

কী যেন বলতে চেয়েছি…

পাথরের কোনো শোক থাকে? বালিকণার? কী আশ্চর্য! শোকে পাথর হওয়ার প্রচলিত প্রবচনটা আসলো কোত্থেকে? শোকানুর মতো কত বিচিত্র অনুভব চিনচিন করে মাথার ভেতরে, মাথা কি বুক? অনুভূতির বুদ্বুদ কেন সেখানে রাজ্যের ধোঁয়া ছাড়ে? … আচ্ছা বলুনতো, জীবনের কোনো এক নিরর্থক সময় যদি আপনার চৈতন্যে অনুসঙ্গ হয়ে দাঁড়ায় তবে তাকে কী বলবেন? স্রেফ উৎপাত-উপদ্রব? নাহ, তাকে বরং বলুন অভিজ্ঞতা। কারণ- জীবনতো নিরন্তর এক অভিজ্ঞতার নাম। অভিজ্ঞতার অনেক ব্যাখ্যা আছে জীবনে জীবনেরও অনেক ব্যখ্যা আছে অভিজ্ঞতায় অভিজ্ঞতার মধ্যে আবার শোকের অনুভূতিগুলো একদম আলাদা। কারণ সে জীবনের এক গূঢ় অর্থহীনতার অর্থ এনে দেয় চেতনায়। চেতনাতো কোনো বাষ্পের নাম নয়। কী বলেন? অবশ্য যে কোনো বিষয়ের সঙ্গে একমত না হওয়ার অধিকার আপনার জন্মগত। রহমান মুফিজ ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।