আমাদের কথা খুঁজে নিন

   

পশু পরিমল,চরিত্রহীন অরুন,পা চাটুয়া প্রথম আলো এবং পচা দুর্গন্ধময় রাজনীতি

আমি এক কথায় স্বপ্নবাজ........স্বপ্ন দেখি সাইক্লোন হয়ে উড়িয়ে দেই ক্লেদ,পরতে চাই মহাকালের নবীনযোদ্ধার সাজ। বাংলাদেশে এইসব কি শুরু হইলো????? আমরা কাদের বিশ্বাস করব????????? আমরা কি কিছুই বলব না????????????? নোংরামি আর মিথ্যাচারিতার হাতে পরে আজ যে হাবুডুবু খাচ্ছে সমাজ তা কি আমরা দেখছি না?????????????না কি দেখেও না দেখার ভানে কলুষতাকে আর বাড়িয়ে দিতে সাহায্য করছি?????????????? কেঁচো খুড়তে গিয়ে সত্যি আজ সাপ না অ্যানাকোন্ডা বাইর হয়ে গেল তা কি আমাদের চোখে পরে না?????????????? ঘটনার শুরু ভিকারুন্নিসার সেই পাশবিক ঘটনায়। একজন টিচার বাচ্চাদের কল্পনা করতে শেখায়,অনেক বড় হবার স্বপ্ন দেখতে শেখায়। কিন্তু আমরা কি দেখলাম??????????????????? পরিমল,একটা মানুষরূপী জানোয়ার, না জানোয়ার না হায়েনা,না নেকড়ে ............আসলে কি যে অরে বলা উচিত মাথায় আইতাছে না। একটা বাচ্চাকে রেপ করলো।

ওরে তো মনে কয় চামড়া কাইটা লবন ডইলা দেই,চিমটা দিয়া একটা একটা করা নখ তুইলা ফেলি। ঃ(((((... এর পর কি হইলো......খুব স্বাভাবিক ভাবে বিষয়টা ধামাচাপা দেয়ার চেষ্টা হল। আরেক গাধার বাচ্চা কয় কি মিউচুয়াল??????????আর এ হারামি তোর বোনকে এই পরিমল রেপ করলে তুই কইতি এইডা?????অই পশুর নাকি হাত অনেক লম্বা????????আমাদের সরকার কি করলো??????এইটা কি সরকারের করা উচিত ছিল??????? আর পরিমল তোএকা না,পত্রিকায় দেখলাম বরিশালে,চিটাগঅং এ ছাত্রী রেপের কাহিনি। । সরকার কেন চুপ??????সমাজের মাথাদের মেয়ে বোনরা রেপ না হলে কি উনারা নড়েচড়ে বসবেন না???????? প্রথম আলো কি বলল??????মিডিয়া কি বলল?????সরকারের পা চাটতে কেমন লাগে প্রথম আলো??????????????তোরা না সত্য প্রকাশ করিস??????তবে কি দেখলাম?????জানিস আমি কি ভক্ত ছিলাম তোদের????????তোরা ভালোবাসার এই প্রতিদান দিলি ওদের বিষাক্ত পা চেটে??????????আর এ গাধারা...............তোদের অরুন চৌধুরী রুমের মধ্যে আসামাজিক কাজ করে সে না সাংবাদিক???????? এইবার যে ঝড় উঠবে তা কিভাবে সামলাবি?????????? ভিকারুন্নিসার মেয়েদের স্যালুট জানাই মাথা নত না করার জন্য।

আসলে একের পর এক কাহিনীতে মনটা তেতো হয়ে আছে। কলিকাল কি এইটাই??????????আমরা কাদেরকে বিশ্বাস করবো???????????বিশ্বাস করে যাওয়ার মতো কেউ কি নেই?????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।