আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার রাস্তায় এভাবে রিকশা এবং রাস্তা বন্ধ করার মানে কী?????

জনৈক দ্রোহীর ব্লগ নিচের ম্যাপটি দেখুন। এটা হচ্ছে আমার বাসা থেকে বুয়েটে যাবার রাস্তা। বড় করে দেখুন কিন্তু এই রাস্তা দিয়ে রিকশাযোগে বুয়েটে যাওয়া একরকম অসম্ভব। নিচের ম্যাপে দেখুন আরও কিছু বিকল্প পথ (সবুজ রং দিয়ে চিহ্ণিত করা)। বড় করে দেখুন এই পথগুলোও এখন বন্ধ হয়ে গেছে।

তার কারণ হচ্ছে: ১. লাল রং করা রাস্তাগুলো দেখুন। ঐ রাস্তায় রিকশা চলতে দেয়া হয় না। ২. কালো রং করা স্থানগুলো দেখুন। ওখানে রোড ডিভাইডারের মাঝখানে ফাঁকা জায়গা ছিল, যার ফলে বিকল্প রাস্তা ব্যবহার করা যেত। কিন্তু যে কোন কারণেই হোক, ঐসব ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এবার বলুন আমি রিকশা দিয়ে বুয়েটে যাব কীভাবে??????? পুনশ্চ: ১. রাস্তার এই অবস্থার কারণে আমি এখন রিকশায় চড়ে বাড়ির সামনে আসতে পারি না, রাস্তার অন্যপাশে নেমে যেতে হয়। ২. এরকম উদ্ভট উপায়ে রাস্তা বন্ধ করায় (কেবল রিকশা নয়) জনগণ পড়ছে দুর্ভোগের মধ্যে। এধরণের অস্বাভাবিক উপায়ে রাস্তা বন্ধ করার কারণটা কি জানতে পারি, সরকারি বিশেষজ্ঞবাহিনী?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।