আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জনসংখ্যা কি নিয়ন্ত্রনের ভিতরে আছে ??

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। বাংলাদেশের জনসংখ্যা এখন একটি বিরাট সমস্যায় পরিণত হয়েছে। জনসংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য আমরা বিভিন্ন স্থানে পেয়ে থাকি। কিন্তু একটি প্রতিষ্ঠান কর্তৃক জরিপে যে ফলাফল পাওয়া যায় অন্য জরীপের প্রাপ্ত ফলাফল তার চেয়ে অনেক বেশি ভিন্ন হয়। বাংলাদেশের জনসংখ্যা এখন কত? এ সম্পর্কে এক এক রিপোর্ট বিভিন্ন কথা বলে।

তারপরো, আজকে একখানা নতুন রিপোর্ট পড়লাম যা বাংলাদেশের জন্য সুখবর বলা চলে। আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে যে, দেশের জনসংখ্যা এখন ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে পুরুষ সাত কোটি ১২ লাখ ৫৫ হাজার এবং মহিলা সাত কোটি ১০ লাখ ৬৪ হাজার। আর বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৪ শতাংশ। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার আজ শনিবার সকালে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে আদমশুমারির এ প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

(সুত্র ) প্রাথমিক ফলাফলে দেখা যায়, দেশে খানার সংখ্যা তিন কোটি ২০ লাখ ৬৭ হাজার ৭০০টি। খানার গড় সদস্য সংখ্যা চার দশমিক চার। আর প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৯৬৪ জন। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুসারে বাংলাদেশের প্রাক্কলিত জনসংখ্যা ছিলো ১৪৬.১ মিলিয়ন বা ১৪ কোটি ৬১ লক্ষ। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ছিলো ৯৯০ জন।

জনসংখ্যা বৃদ্ধির হার ছিলো ১.৩২%। সে হিসেবে বাংলাদেশের জনসংখ্যা কমেছে প্রায় ৪২ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে মানুষ কমেছে গড়ে ২৬ জন। তবে জনসংখ্যা বৃদ্ধির হার আবার বেড়েছে ০.০২%। তবে আমরা যদি আরো সচেতন হই তবে আমাদের দেশের জনসংখ্যা আরো কমানো সম্ভব হবে বলে বিজ্ঞজনেরা মনে করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.