আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলের হত্যায় শামীম ওসমানের পরিবার দায়ী: রফিউর রাব্বি

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডে শামীম ওসমানের পরিবারকেই দায়ী করেছেন তার বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, “তিন ভাইয়ের এক ভাইয়ের প্রশ্রয়ে ও একটি সংস্থার সহায়তায় আমার ছেলের খুনীদের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই এক ভাইকে ডেকে বলেছেন, নারায়ণগঞ্জে ত্বকি হত্যা নিয়ে বাড়াবাড়ি যেন না হয়। সেই ভাই বলেছেন, দুই-চারদিন হৈ চৈ হবে পরে বন্ধ হয়ে যাবে। ” . . . . রফিউর রাব্বি বলেন, “আমরা কোনো ভাবেই মনে করি না ত্বকিকে জামায়াত শিবির হত্যা করেছে।

তাকে আমাদের সেই প্রতিদ্বন্দ্বি শক্তি হত্যা করেছে যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে যখন আমি আন্দোলন করি তখন বাস মালিকরা র্যা বের কাছে একটি তালিকা দিয়েছিল তারা মাসে কত টাকা নাসিম ওসমান ও শামীম ওসমানকে চাঁদা দেয়। আমি সেই তালিকা দেখিয়ে ডিসি অফিসে বলেছিলাম এই চাঁদা যদি বন্ধ করা হয় তাহলে ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ২২ টাকারও কম হবে। ” রাব্বি আরো বলেন, “নারায়ণগঞ্জে একটি টর্চার সেল আছে। সেই টর্চার সেলের আশে পাশে যারা থাকে তারা রাতে চিৎকারে শব্দ শুনতে পায়, গুলির শব্দ পায়।

কিন্তু নারায়ণগঞ্জে পুলিশ গোয়েন্দা জানে না সেই টর্চার সেলের কথা শুনে না গুলি আর চিৎকারের শব্দ “ তিনি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, “তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের জামায়াতের দোঁসর বলা হয়। প্রকৃতপক্ষকে জামায়াতের দোসর কারা তা নারায়ণগঞ্জবাসীকে জানাতে হবে। এই পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি কয়জন জামায়াত শিবিরকে মেরেছেন তার নারায়ণগঞ্জের মানুষকে বলেন। আপনার শ্বশুর জামায়াতের সংগঠন সোসাইটির সভাপতি। যে মুজাহিদের সঙ্গে কাজ করে।

আমরা অসাম্প্রদায়িতার কথা বলি আপনি সাম্প্রদায়িকতার কথা বলেন। সিটি নির্বাচনের সময় আপনি হিন্দু মন্দিরে হামলা করে সংখ্যালঘুদের বুঝাতে চেয়েছেন শামীম ওসমানকে ভোট না দিলে নারায়ণগঞ্জে হিন্দুরা থাকতে পারবে না। ” ত্বকীর বাবা কি জামায়াতে যোগ দিয়েছে নাকি শামীম ওসমান ছুপা জামায়াত? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।