আমাদের কথা খুঁজে নিন

   

এক বছরের ভাগ্যে এক রাতে!

চলে যাব একদিন.............নিরবে আল্লাহ্ ইচ্ছা করলে সব কিছুই পারেন এটা প্রত্যেক মুসলমান বিশ্বাস করেন । কিন্তু যারা মনে করেন সারা বছর নামায না পড়ে শবে বরাতের রাতে নামায পড়ে সব মাফ হয়ে যাবে বা এক বছরের জন্য ভাগ্যে ভালো হয়ে যাবে এটা ভূল ধারনা। তবে হ্যাঁ কেউ তওবা করে পেছনের গোনার কথা মনে করে আল্লাহ্ র পথে আসে তাহলে হয়তো আল্লাহ্ ক্ষমা করতেও পারেন। অন্যান্য দিন মসজিদে নামাযের সময় তেমন একটা লোক থাকে না কিন্তু শবে বরাতের রাতে সারা লোক থাকে। একটা ঘটনা বলিঃ এই রাতে আল্লাহ্ র কাছে যা চাওয়া যাই তাই নাকি পায়! বিগত পাঁচ বছর আগে আমাদের এলাকার মসজিদের তিন তলায় রাত তিনটার দিকে কে যেন জিকির করছে লাইট বন্ধ করে, আমি কাছে গিয়ে দেখলাম এলাকার ছোট কালের এক বন্ধু একটা ইট নিয়ে জিকির করছে আর বলছে আল্লাহ্ ইট টাকে সোনা বানিয়ে দেও। তারপর আমি ইটটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিলাম আর বলেছিলাম আল্লাহ্ র সাথে মশকরা করিস! আমরা আসলে ভুলে যাই যে সারা বছর পড়াশুনা না করে পরীক্ষার এক রাতে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় বা পাশ করা যায়। দুনিয়াতে তো নকল করেও পাশ করে কিন্তু আল্লাহর কাছে কি নকল করা সম্ভব? তবুও হতাশ হওয়া যাবে না কারন আল্লাহ্ নিজেই প্রতিজ্ঞা করেছেন তার বান্দাদের ক্ষমা করার জন্য। তাই সঠিক উপায়ে চেষ্টা করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।