আমাদের কথা খুঁজে নিন

   

কি যে করি, দূরে যেতে হয় তাই সূরে সূরে কাছে যেতে চাই , লতা মুঙ্গেশকরের যে গান পুরো ভারতের বিভিন্ন ভাষার প্রথম ৫টি গানের মধ্যে জায়গা করে নিয়েছে।

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে একজন লতা মুঙ্গেশকর এক যুগ দুই যুগ নয়, প্রায় ছয় যুগ ধরে (৭০ বছর ধরে) সঙ্গীত জগতের আলোকবর্তিকা নিয়ে অগ্রদূত । লতাকে এখন আর শুধু ভারতের মনে হয় না , মনে হয় পুরো বিশ্বের রত্ন। বাংলা গানেও তাঁর দক্ষতা গর্ব করবার মত । তার গাওয়া (কি যে করি দূরে যেতে হয় তাই সূরে সূরে কাছে যেতে চাই) একটি গান সারা ভারতের বিভিন্ন অঞ্চলের নানা ভাষার গানের মধ্যে শ্রোতাদের বিচারে প্রথম পাঁচটির মধ্যে (৩য় বা ৪র্থ) স্থান করে নিয়েছে । চার বছর আগের বিবিসি আয়োজিত এক জরীপে এ তথ্য জানা যায় । আমার নিজেরও প্রিয় গানের তালিকায় আছে এ গান । কি যে করি দূরে যেতে হয় তাই সূরে সূরে কাছে যেতে চাই হায় কি যে করি দূরে যেতে হয় তাই সূরে সূরে কাছে যেতে চাই হায় কি যে করি কখনো সঘন বাদলের পরে প্রেমও লিপি লিখি বিজুলী অখরে কখনো সঘন বাদলের পরে প্রেমও লিপি লিখি বিজুলী অখরে কখনো দখিনা পবনে আমার ব্যাথাটুকু রেখে যাই কি যে করি কি যে করি কি যে করি বল এত আশা লয়ে বোবা হয়ে মরি এত ভাষা লয়ে কি যে করি বল এত আশা লয়ে বোবা হয়ে মরি এত ভাষা লয়ে তোমার আমার এমনি এ খেলা দুকূলে দুজনে বেয়ে যাবো ভেলা তোমার আমার এমনি এ খেলা দুকূলে দুজনে বেয়ে যাবো ভেলা কখনো সহসা ঢেউয়ে ঢেউয়ে মিলে কিছু ছোঁয়া যদি পাই কি যে করি দূরে যেতে হয় তাই সূরে সূরে কাছে যেতে চাই হায় কি যে করি কি যে করি (জানি না কতবার শুনেছি এ গান, জেনে হবে কি? শুনতে ইচ্ছে হলে মনকে কি বলে প্রবোধ দেই ?) এ গানের লিঙ্ক -- Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।