আমাদের কথা খুঁজে নিন

   

আপন মনের বাঘে যারে খায়... কোনখানে পালালে বাঁচা যায়...?

পূজিছে গ্রন্থ ভন্ডের দল! মূর্খরা সব শোনো, মনুষ এনেছে গ্রন্থ! 'গ্রন্থ' আনেনি মানুষ কোনো! আপন মনের বাঘে যারে খায় কোনখানে পালালে বাঁচা যায় বলো কোনখানে পালালে বাঁচা যায়।। বন্ধ ছন্দ করি এঁটে ফস করে যায় অমনি কেটে অমনি সে গর্জিয়ে ওঠে মন পাখিরে হানা দেয়।। মরার আগে যে জন মরে কোন বাঘে কি করতে পারে মরা কি সে আবার মরে মরিলে সে অমর হয়।। মরার আগে জ্যান্তে মরা গুরু পদে মন নোঙ্গর করা লালন তেমনি পতঙ্গের ধারা অগ্নিমুখে ধেয়ে যায়...।। ডাউনলোড লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।