আমাদের কথা খুঁজে নিন

   

কোনো কারন ছাড়াই ঢাকার সিএনজি ড্রাইভার গুলারে থাব্রাইতে মনচায়।

আপনাদের সমর্থন আমাকে লিখার প্রেরনা যোগায়। ১) শালারা কি নিজেদের কে প্রেসিডেন্ড ভাবে? গাড়ী চালানোর লাইসেন্স পাইছে যাত্রীদের সেবা দিয়ে পয়সা কামাবে। কিন্তু কুত্তারা নিজেদের কে কি ভাবে? ২) ডাক দিলে ফিরাও চায় না। ওর টাইমের দাম আমাগো অফিস টাইমের চাইতেও বেশী। ৩) ১৫০ টাকার নিচে কোনো ভাড়াই নিতে চায় না।

ভাড়া একটু কমিয়ে বললে শালারা এমন ভাবে মুখের দিকে চাইয়া থাকে যেন -আমরা প্যাসেঞ্জার রা কোনো ফকিন্নীর পুলা। ৪) যাইতে হইলে ওদের পছন্দ মতন যায়গায় যাবে। আপনার যায়গা ওদের চয়েস না হইলে যাবে না। ৫) মিটার বইলা কিছু নাই। সব ওদের ইচ্ছা মতন ভাড়া নির্ধারিত হবে- মিটারে গেলেও ৪০-৫০ টাকা বাড়ায় ধরতে হবে।

কারন মামার বাড়ীর আবদার বলে কথা। ৬) কোনো বিশেষ কাজে গিয়েছেন -রাত একটু গভীর হলে তো ফাইসা গেছেন। ওদের তখন ভাড়ার কোনো রেট থাকেই না। ভাড়া তখন ৫০০-৬০০-৮০০ যা চায় আপনার কাছ থেকে দাবী করে বসবে। যাইলে যাইবেন নাইলে হাইট্টা বাসায় যান এমন ভাব ধরে।

সে জন্য কোনো কারন ছাড়াই ওই শালাদের থাব্রাইতে ইচ্ছা করতাছে। আপনারা কি বলেন? ওদের আচরনে আপনি কি খুশী? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।