আমাদের কথা খুঁজে নিন

   

“ তুইও একদিন মানুষ ছিলি”

সময়ের তাড়া খেয়ে, ছুটছি উদ্ভ্রান্তের মত দিকভ্রান্ত হয়ে….কতশত উস্ঠা খেয়ে যে হুমরি খেয়ে পড়ছি সেদিকেও ভ্রূক্ষেপ নেই আজ এতটুকু । হাচরে পাচরে কোনমতে উঠে আবারো সে দৌড়…..বড় বেশী পিছিয়ে পরছি আজকাল! এভাবে হলে কী চলবে নাকি! বর্তমান যুগ না কম্পিটিশনের যুগ! বাঁচতে হলে আগে টিকতে হবে,আর টিকে থাকতে হলে দৌড়াতে হবে….কার কী হলো না হলো তাতে আমার কি! আমার তো কিছু হয়নি….কে মরল আরকেই বা বাঁচল তাতেও কিছু যায় আসে না আমার…….ভীষন ব্যস্ত আমার এই আমিকে নিয়ে! হঠাৎ করে কে যেন দরাজ কন্ঠে বলে উঠল “কী করছ! মানব সমাজের ভ্রান্তিময় জগৎ কি শেষ পর্যন্ত তোমাকেও গ্রাস করল?এভাবে দৌড়ানো তো মানুষ্য জাতিকে শোভা পায়না”… চমকে গেলাম ভীষণ রকম “আসলেই তো কী করছি আমি!” অস্থির এই সমাজের দৌড় প্রতিযোগিতার অন্ধকার থাবার কালো হাতছানিতে প্রলুব্ধ হয়ে আধুনিক নামধারি আমাদের এই তথাকথিত সভ্য সমাজ কবে যে দু’পায়ে হাঁটার বদলে চার হাত পায়ে বন্য জন্তুর মত দৌড়াচ্ছে তার খবরই বা ক’জন রাখি.....রেখেই বা কি লাভ হবে? আশংকা হয় কোনদিন না আবার স্মৃতির অতল থেকে বিবেকের অট্ট হাসিতে শুনতে পাই … “ তুইও একদিন মানুষ ছিলি”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।