আমাদের কথা খুঁজে নিন

   

ভাষাহত বেদনার্তনাদ

সত্য যুক্তির সন্ধানী ওই মৃত জীবনগুলি - প্রাথমিক টা ও পারলো না পার হতে ... চড়লো গিয়ে মৃত্যুপুরীর রথে । ওই ছোট্ট শিশুগুলি - ট্রাকের উলটে যাওয়া খাঁচায় বন্দী হয়ে ... মৃত্যু ফাঁদে পড়লো সন্ধি হয়ে ।। কারো মায়ের একাদশী - রোজা - ছেলে জিতে আনবে খুশির প্রাণ । আসলো না আর বিজয়ী বীর খোকা ! ঘুমের দেশটা জিতলো যে সন্তান !!! দাদি-দিদা , ঠাম্মা-নানি এসে - রইল নাতির পথের পানে চেয়ে ... রূপকথার গল্প হারায় শেষে... ঠাকুরমায়ের ঝুলিও গেলো টেঁসে ।। ঘৃণ্য যারা , চালায় এমন , মৃত্যুপুরীর যান , এক ঠেলাতেই কেড়ে নিলো , এত্তগুলি জান ।। প্রতিবাদের সকল ভাষা , হার মেনে যায় শোকে - কান্না হয়ে ঝরে কেবল , আমার দুটি চোখে ... " সৃষ্টিকর্তা তাদের দিয়ো শান্তিময়ী আত্মা "- অকাল মরণ আর যেন না , পায় কখনো পাত্তা !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.