আমাদের কথা খুঁজে নিন

   

আরে ও রুপের মাইয়া আমায় গরীব মানুষ পাইয়া তুই বাকা চোখে থাকস কেন চাইয়া

কোন সিস্টেম সাম্যাবস্থায় থাকা কালে যদি এর কোন নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে সিস্টেমের অবস্থান এমনভাবে পরিবর্তত হবে যেন সেই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় আপনি বড়লোকের মেয়ে, আপনি দেখিতে সুন্দরী, আপনের কথা শুইনা আমি লজ্জাতে মরি। . . . . . . বাংগালী ললনাদের রিকসাওয়ালাদের সাথে প্রেম একটি ঐতিহাসিক সংস্কৃতি। . . . . এবার আসুন মধুময় প্রেমের কিছু ফোক গান দেখি। --ওরে ও রিকসাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত যায়গায় তুমি যাও, আমার বাড়ীর সামনে এসে রোজই কেন বেল বাজাও >>শুনেন গো আপা মনি, সত্য কথা আমি কই, আমার রিকসায় সেদিন আপনি রাইখা গেছেন ৩ টা বই --রিকসা তোমার তালা দিয়া আসো আমার ঘরে >>আমি তো গরিবের ছেলে, বলতে কথা শরম পাই আপনার বাসায় যাবার মত আমার যোগ্যতা নাই --রিকসাওয়ালা আস্তে চালা রে, আমার মনে বড় জ্বালা, বন্ধু বিনে শুকাই এখন যৈবনের মালা >>আপনি বড়লোকের মেয়ে, আপনি দেখিতে সুন্দরী, আপনের কথা শুইনা আমি লজ্জাতে মরি। -- এই যে রিকসাওয়ালা ভাই এই বার আমাদের মমতাজ বুবু এইবার উর্ধু গান সবার শেষে একটা মারাঠি বোনাস

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।