আমাদের কথা খুঁজে নিন

   

তুই যে আমার আঁধার ঘরের সাঁঝের প্রদীপ

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা এ ঘর ও ঘর সব ঘরেতেই ঘুরে সারা ওরে খোকন আর কত আর খুঁজবো তোকে তুই যে আমার মানিক সোনা চাঁদের কনা তুই যে আমার প্রদীপ জ্বলা রাতরে খোকা তুই যে সোনা সাঁঝ আকাশের শুকতারাটি আয় রে খোকন আর কতকাল জ্বালাবি মাগো । আঁচল পেতে বসে দাওয়ায় মা ভেবে হয় সারা ওই বুঝি ওই খোকন সোনার হাঁক শোনা যায় এমনি করে পার হয়ে যায় অনেকটা ক্ষণ, আসে না আর খোকন সোনা মায়ের কোলে শূন্য থালা পরে রয়, খাবার খেয়ে হুলো ঘুমায় খোকন সোনা আসেনা আর মেঠো পথের আলটি ধরে, জোনাক জ্বলা বাঁশঝারটি আর উঠোন জুড়ে ঝরা পাতা উদাস হাওয়া ।। যে সব খোকন সোনাদের আমরা হারিয়েছি মীরেরসরাইয়ের দুর্ঘটনায় তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি । আমাদের ভবিষ্যতকে হারালাম । কারো উদাসীনতায় এত গুলো প্রাণ জেনো আর না দিতে হয় । একটু সর্তকতা অনেকগুলো প্রাণ বাঁচায় । সেই ৪৩ টি শিশুর রুহের মাগফেরাত কামনা করছি । হে আল্লাহ তাদের মা বাবার মনে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দাও .। আজ মন সত্যি ভাল নেই !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।