আমাদের কথা খুঁজে নিন

   

আলো - আঁধারে

আলো - আঁধারে আছে আলোর সন্ধানে হতদরিদ্র্যরা আছে আঁধারে ৪০ চল্লিশটি বছর ধরে হতদরিদ্র্যরা কেঁদে ফিরে। শূন্যতা হতদরিদ্র্যদের অন্তরে আছে না খেয়ে, না পরে খোলা আকাশের নীচে দেখার কেউ কি নেই তারে! অতি স্নিগ্ধ স্বচ্ছ আলোকে দ্যূলোকে চেয়ে আছে এক পলকে সকল হতাশা-নিরাশা ভুলে এক ঝলক আলো দেখবে বলে। এতো বছর অপেক্ষায় যদি কেহ হন সহায় ওরা শুধু এ’টুকু আশায় পুরোনে পাবে কি সহায়? আলো ভরা পথে পড়ে কি জানি আছে বেঁচে না মরে! প্রেমানন্দ ওদের প্রাণে ভাটা পড়ে পুতিময় গন্ধে ভুগছে কতো মনো দ্বন্দ্বে। তীব্র বেকারত্বের তাপ দাহনে অশান্ত কতো জনের এ ভুবনে। কত তরুণ-তরুণী আঁধারে নেশা দ্রব্য হাতে ধরে আছে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।